গৌরনদী
গৌরনদীতে গাউছিয়া মাদ্রাসার অধ্যক্ষের হজ্বব্রত পালনে যাত্রা উপলক্ষে দোয়া অনুষ্ঠান
নিজস্ব প্রতিবেদক, গৌরনদী২৪ ডটকম ঃ বরিশালের গৌরনদী পৌরসভার সুন্দরদী গাউছিয়া আবেদীয়া সুন্নীয়া আলিম মাদ্রাসার অধ্যক্ষ মাওলানা আবদুল রবের স্বস্ত্রীক হজ্বব্রত পালনে যাত্রা উপলক্ষে শনিবার বাদ জোহর নিজবাড়ি সুন্দরদী গ্রামে দোয়া অনুষ্ঠানের আয়োজন করা হয়। এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন গৌরনদী পৌর মেয়র মোঃ হারিছুর রহমান। অন্যান্যদের মাঝে উপিস্থিত ছিলেন গাউছিয়া আবেদীয়া সুন্নীয়া আলিম মাদ্রাসা পরিচালনা কমিটির সভাপতি ও উপজেলা আওয়ামীলীগের সভাপতি এইচএম জয়নাল আবেদীন, গৌরনদী বিআরডিবির সাবেক চেয়ারম্যান ও গৌরনদী পৌর নাগরিক কমিটির সাধারন সম্পাদক জহুরুল ইসলাম জহির, গৌরনদী প্রেসক্লাবের সাবেক সভাপতি ও মাইটিভির গৌরনদী প্রতিনিধি মোঃ গিয়াস উদ্দিন মিয়া, বার্থী ডিগ্রী কলেজের অধ্যক্ষ আব্দুস সালাম, নলচিড়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান গোলাম হাফিজ মৃধা, পৌর কৃষকলীগের সভাপতি মোঃ শাহজাহজান বেপারী, টরকী বন্দরের বিশিষ্ট ব্যবসায়ী মোঃ সান্টু মুন্সী, মোঃ মহিউদ্দিন সিকদার, উপজেলা পরিষদের নারী সদস্য ও পৌর কাউন্সিলর সেলিনা আক্তার, পৌর কাউন্সিলর সিকদার মোঃ খোকন, কটকস্থল সরকারি প্রাথমিক বিদ্যালয়ের পরিচালনা কমিটির সভাপতি কামাল হোসেন মোল্লা, শিক্ষক আব্দুল ওহাব, কাজী আসাদুজ্জামান। দোয়া অনুষ্ঠান পরিচালনা করেন গাউছিয়া আবেদীয়া সুন্নীয়া আলিম মাদ্রাসার অধ্যক্ষ মাওলানা আব্দুর রবের ছোট ভাই আলহাজ্ব মোঃ আনোয়ার হোসেন।