গৌরনদী
গৌরনদীতে পান ব্যবসায়ীর উপর হামলা ১ লাখ টাকা ছিনতাই
নিজস্ব প্রতিবেদক, গৌরনদী২৪ ডটকম ঃ গৌরনদী উপজেলার চাদশী ইউনিয়নের চাদশী হাটে গত শুক্রবার সন্ধ্যায় পূর্ব শত্রুতার জের ধরে পান ব্যবসায়ী দক্ষিন রামসিদ্ধি গ্রামের কালাম মৃধা (৪২) ও ডাবুল ফকির (৩০)র উপর হামলা চালিয়েছে সন্ত্রাসীরা। হামলাকারীরা তাদের জখম করে এক লাখ টাকা ছিনিয়ে নেন। এ ঘটনায় মামলা দায়ের করা হয়েছে। আহতরা হাসপাতালে চিকিৎসাধীর রয়েছে।
জানা গেছে, গৌরনদী উপজেলার চাদশী হাটে শুক্রবার বিকেলে পান ক্রয় করতে যান পান ব্যবসায়ী দক্ষিন রামসিদ্ধি গ্রামের কালাম মৃধা (৪২) ও ডাবুল ফকির (৩০)। সন্ধ্যার দিকে সন্ত্রাসী মাসুম (৩৬)র নেতৃত্বে১০/১২ জন সহযোগী সন্ত্রাসী অতর্কিতভাবে হামলা চালিয়ে ধারাল অস্ত্র দ্বারা কুপিয়ে জখম করে নগত ১ লাখ টাকা ছিনিয়ে নেন। স্থানীয়রা আহতদের উদ্ধার করে হাসপাতালে ভর্তি করেছে। এ ঘটনায় আবুল কালাম বাদি হয়ে গৌরনদী থানায় অভিযোগ দায়ের করেছে।