গৌরনদী
গৌরনদীতে ৮টি ব্যবসায়ী প্রতিষ্ঠান জড়িমানা
নিজস্ব প্রতিবেদক, বরিশালের গৌরনদী উপজেলার সদরে গৌরনদী বাসষ্টান্ডে গতকাল সোমবার বরিশাল ভোক্তা অধিকার সংরক্ষন অধিদপ্তরের উদ্যোগে অভিযান পরিচালণা করা হয়। এ সময় ৮টি ব্যবসায়ী প্রতিষ্ঠানকে ২৮ হাজার জড়িমানা করা হয়েছে। অভিযানকালে বিভিন্ন ফার্মেসীর মেয়াদ উত্তীর্ন ওষুধ বিনষ্ট করাহয়।
বরিশাল ভোক্তা অধিকার সংরক্ষন অধিদপ্তরের সহকারী পরিচালক (এডি) সুমী রানী মিত্র জানান, মেয়াদ উত্তীর্ন ওষুধ বিক্রি ও সংরক্ষনের অভিযোগে গৌরনদী বাসষ্টান্ডের ঈশম ফার্মেসীকে আট হাজার টাকা, আল মক্কা ফার্মেসী ও মা মেডিকেল কর্নারকে পাঁচ হাজার টাকা ১০ টাকা জড়িমানা করা হয়। এ ছাড়া সিনহা মিনি চায়নিজ রেস্তরায় মূল্য তালিকা না থাকায় তিন হাজার টাকা ও ৪টি ফলের দোকানে ৭ হাজার টাকা জড়িমানা আদায় করা হয়। এ সময় বরিশাল ভোক্তা অধিকার সংরক্ষন অধিদপ্তরের সহকারী পরিচালক (এডি) সুমী রানী মিত্র, সাফিয়া সুলতানা, মোঃ শাহ শোয়াইব ও গৌরনদী মডেল থানার উপ-পরিদর্শক (এসআই) মোঃ সগীর মিয়া উপস্থিত ছিলেন।