গৌরনদী
গৌরনদীতে মোটর সাইকেল চাপায় বৃদ্ধ নিহত
নিজস্ব প্রতিবেদক, বরিশালের গৌরনদীতে বেপোরোয়া গতিতে থাকা মোটর সাইকেলের চাপায় মজিবর সরদার (৬২) নামে এব বৃদ্ধ নিহত হয়েছেন এবং মোটরসাইকেল আরোহী নাছিম আলী (২৫) আহত হয়েছেন। আহতকে বরিশাল শের-ই বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। সোমবার সকাল সাড়ে ১১টায় বরিশাল-ঢাকা মহাসড়কের গৌরনদী উপজেলার সুন্দরদী হাইওয়ে থানা গেটের সম্মুখে এ দুর্ঘটনা ঘটে। নিহত মজিবর সরদার সুন্দরদী মহল্লার বাসিন্দা। বিষয়টি নিশ্চিত করে গৌরনদী হাইওয়ে থানার ওসি শেখ বেল্লাল হোসেন বলেন, দুর্ঘটনাকবলিত নম্বরবিহীন মোটর সাইকেলটি পুলিশ হেফাজতে রয়েছে।