গৌরনদী
গৌরনদী বন্ধুসভার নব-নির্বাচিত কর্মকর্তাদের অভিষেক ও নবীন সদস্যদের বরন অনুষ্ঠান
নিজস্ব প্রতিবেদক, বরিশালের গৌরনদী উপজেলা প্রথম আলো বন্ধু সভা ২০২২ সালের কার্যকরী কমিটির অভিষেক, নবীন সদস্যদের বরন ও সাংস্কৃতিক অনুষ্ঠান শুক্রবার সকালে গৌরনদী রিপোটার্স ইউনিটি মিলনায়তনে অনুষ্ঠিত হয়। সভায় ভার্সুয়াল অংশ গ্রহন করে শুভেচ্ছা বক্তব্য রাখেন কেন্দ্রীয় বন্ধুসভার সভাপতি ডঃ মুমিত আল-রশিদ।
নব-নির্বাচিত কমিটির সভাপতি আব্দুর রহমানের সভাপতিত্বে অনুষ্ঠিত অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন সরকারি গৌরনদী কলেজের সাবেক অধ্যক্ষ, ইতিহাসবিদ ও গবেষক প্রফেসর মোঃ মোসলেম উদ্দিন সিকদার। বিশেষ অতিথি ছিলেন বীর মুক্তিযোদ্ধা খান মোঃ শামছুল হক, আব্দুর রাজ্জাক চোকদার, ইউসুফ পাশা, বন্ধুসভার গৌরনদীর উপদেষ্টা, প্রথম আলোর গৌরনদী প্রতিনিধি সিনিয়র সাংবাদিক জহুরুল ইসলাম জহির, বন্ধুসভার উপদেষ্টা কবি ফাতেমা জান্নাত চাদনী, কবি ঝর্না দাস লাবনী, গৌরনদী রিপোটার্স ইউনিটির সভাপতি মোঃ খায়রুল ইসলাম, সহ- সম্পাদক শামীম মীর। বক্তব্য রাখেন গৌরনদী বন্ধুসভার সাধারন সম্পাদক মোঃ মনিরুল ইসলাম, বন্ধু রাজীব হোসেন খান, রাজীব হোসেন সেতু আক্তার, সিলভিয়া মুন, সুবন্যা আক্তার, জান্নাতুল ফেরদৌস নিয়ন, রনি আহেম্মদ, আরিফ হোসেন, সাগর আহম্মেদ বেপারী, এইচ, এম, রাসেল রিপন সরকার প্রমুখ। আলোচনা ও নব-নির্বাচিত কর্মকর্তাদের পরিচিত অনুষ্ঠান শেষে অনুষ্ঠিত হয় মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান।