গৌরনদী
আগৈলঝাড়া প্রেসক্লাবের সাবেক সভাপতি ওয়াসিম ভূঁইয়া সেলিমের দাফন সম্পন্ন
নিজস্ব প্রতিবেদক, বরিশালের আগৈলঝাড়া প্রেসক্লাবের সাবেক সভাপতি ওয়াসিম ভূঁইয়া সেলিম (৫৩) বিভিন্ন রোগে আক্রান্ত হয়ে মঙ্গলবার রাতে ফরিদপুর মেডিক্যাল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় ইন্তেকাল করেছেন (ইন্নালিল্লাহির…রাজিউন)। তিনি এক ছেলে, এক মেয়ে রেখে গেছেন। বুধবার বাদ যোহর সরকারী গৈলা মডেল মাধ্যমিক বিদ্যালয় মাঠে মরহুমের জানাযা শেষে ফুল্লশ্রী নূর-এ-মদিনা কবরস্থানে দাফন করা হয়েছে। এরআগে সাংবাদিক ওয়াসিম ভূঁইয়া সেলিমের কফিনে শেষ শ্রদ্ধা নিবেদন করেন আগৈলঝাড়া ও গৌরনদী উপজেলার পেশাজীবি সাংবাদিকরা।
তাঁর মৃত্যুতে স্থানীয় সংসদ সদস্য আলহাজ¦ আবুল হাসানাত আবদুল্লাহ, আগৈলঝাড়া ও গৌরনদী উপজেলায় কর্মরত সাংবাদিকরা গভীর শোক ও সমবেদনা জানিয়ে মরহুমের আত্মার শান্তি কামনা করেছেন।