গৌরনদী
উজিরপুরে সেতু ভেঙ্গে ট্রাক খালে, ১০ গ্রামের যোগাযোগ বিচ্ছিন্ন
নিজস্ব প্রতিবেদক, বরিশালের উজিরপুর উপজেলার ডাবেরকুল ধামুরা সড়কের ডাবেরকুল স্কুল এ্যান্ড কলেজ সংলগ্ন স্থানে ঝুকিপূর্ন একটি সেতুতে ট্রাক উঠার সঙ্গে সঙ্গে শুক্রবার সেতুটি ভেঙ্গে পড়ে গেছে। এতে উপজেলা সদরের সঙ্গে ১০টি গ্রামের সড়ক যোগাযোগ বিচ্ছন্ন হয়ে পড়েছ।
স্থানীয় লোকজন ও উজিরপুর এলজিইডি সূত্রে জানা গেছে, বরিশাল এলজিইডি ১৯৯৯ সালে উজিরপুর উপজেলার ডাবেরকুল ধামুরা সড়কের ডাবেরকুল স্কুল এ্যান্ড কলেজ সংলগ্ন স্থানে একটি বেইলী সেতু নির্মান করে। গত ২১ বছরে সেতুটির কোন সংস্কার না হওয়ায় সেতুটি নড়বড়ে হয়ে পড়ে। ২০১৮ সালে বরিশাল এলজিইডি সেতুটিকে অত্যাধিক ঝুকিপূর্ন ঘোষনা করে সীমিত আকাড়ে যানবাহন চলাচলের নির্দেশ দেন। উজিরপুর উপজেলার শোলক ইউনিয়নের ধাুমরা, পশ্চিম ধামুড়া, দক্ষিন ধামুরা, জল্লা ইউনিয়নের জল্লা, সাহেবের হাট, শোলক, কাংশী ও সাতলা ইউনিয়নের সাতলা, দক্ষিন সাতলাসহ ১০টি গ্রামের মানুষের উপজেলা সদরের সঙ্গে সড়কটি ব্যবহৃত হয়ে আসছিল।
ডাবেরকুল গ্রামের শাহাদাত হোসেন (৫৬), জাহাঙ্গীর হোসেন (৩৩)সহ স্থানীয়রা জানান, এই সেতুটিতে যানবাহন উঠলে সেতুটি দুলতে থাকে। এমনি অবস্থার মধ্যে যানবাহন চলছিল। শুক্রবার সকালে ডাবেরকুল থেকে একটি ভ্যাকু ভর্তি করে সেতুটি পাড় হওয়ার জন্য একটি ট্রাক সেতুতে উঠে মাত্রই বিকট শব্দে সেতুটি ভেঙ্গে ট্রাকসহ খালে মধ্যে পড়ে যায়। তবে কোন হতাহতের ঘটনা ঘটেনি। ট্রাক চালক পলাতক রয়েছে। ব্যবসায়ী মাহামুদুর রহমান বলেন, সেতুটি ভেঙ্গে পড়ার পড়ে দীর্ঘ সময় পাড় হলেও বিকেল পর্যন্ত কোন এলজিইডি কর্তৃপক্ষ ঘটনাস্থল পরিদর্শন করেনি কিংবা সড়কে যানবাহন চলাচলের জন্য পদক্ষেপ গ্রহন করেনি। শুক্রবার সকাল থেকে জেলা উপজেলা সদরের সঙ্গে ১০টি গ্রামের যোগাযোগ বিচ্ছি হয়ে পড়েছে। জরুরী ভিত্তিতে সেতু সংস্কার করে সড়কে যানবাহন চলাচলে জন্য আবেদন জানান।
বরাকোঠা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মোঃ সহিদুল ইসলাম এ প্রসঙ্গে বলেন, সেতুটি ভেঙ্গে যাওয়ায় উজিরপুর ও বানরীপাড়ার কিছু অংশের ১০/১৫টি গ্রামের সড়ক যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে পড়েছে। আপাতত বাঁশের সাকো তৈরী করে পায়ে হাটার ব্যবস্থা করা হচ্ছে। এলজিইডিকে বিষয়টি অবহিত করা হয়েছে। এলজিইডি বরিশাল নির্বাহী প্রকৌশলী শরীফ মোঃ জামাল উদ্দিন বলেন, অত্যাধিক ঝুকিপূর্ন নোটিশ দেওয়ার পরে তা অমান্য করে ভাড়ি যানবাহন চলাচল করায় দূর্ঘটনা ঘটেছে। ভেঙ্গে যাওয়া সেতুর মালামাল দিয়ে জরুরী ভিত্তিতে ছোট যানবাহন চলাচলের উদ্যোগ নেওয়া হয়েছে। তবে পূর্বেই সেতুটি নির্মানের প্রকল্প গ্রহন হয়েছে যা দ্রæত সময়ের মধ্যে কাজ শুরু করা হবে।