গৌরনদী
ভারতীয় চলচিত্র আমদানীর প্রতিবাদে দক্ষিণবঙ্গ সাংস্কৃতিক সংগঠনের মানববন্ধন
নিজস্ব প্রতিবেদক, গৌরনদী২৪ ডটকম ঃ বাংলাদেশ চলচ্চিত্র শিল্পকে ধ্বংসের মুখে ফেলতে একমাত্র আমদানী-রপ্তানীর দোহাই দিয়ে এরতরফাভাবে ভারতীয় চলচ্চিত্র আমদানী বন্ধের দাবিতে বৃহস্পতিবার সকালে ঘন্টাব্যাপী মানববন্ধন ও সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।
দক্ষিণবঙ্গ সাংস্কৃতিক সংগঠনের আয়োজনে সকাল সাড়ে দশটার দিকে ঢাকা-বরিশাল মহাসড়কের গৌরনদী বাসষ্ট্যান্ডে অনুষ্ঠিত মানববন্ধনে বিভিন্ন শ্রেনী ও পেশার নেতৃবৃন্দরা অংশগ্রহণ করেন। সমাবেশে সংগঠনের সভাপতি মোঃ গিয়াস উদ্দিন মিয়ার সভাপতিত্বে বক্তব্য রাখেন গৌরনদী চন্দ্রদ্বীপ সাহিত্য সমাজের সভাপতি ও গৌরনদী বিআরডিবির সাবেক চেয়ারম্যান সাংবাদিক জহুরুল ইসলাম জহির, গৌরনদী প্রেসক্লাবের সভাপতি খোন্দকার মনিরুজ্জামান মনির, সহ-সভাপতি বিপ্লব সরকার, সম্পাদক সঞ্জয় কুমার পাল, সাবেক সাধারণ সম্পাদক খোকন আহম্মেদ হীরা, পৌর কাউন্সিলর আমিনুল ইসলাম রিপন, বরিশাল বেতার কেন্দ্রের শিল্পী আমিন মোল¬া, রিপোর্টার্স ইউনিটির সভাপতি সৈয়দ নকিবুল হক, সহ-সভাপতি মোঃ খায়রুল ইসলাম, সাবেক সভাপতি রফিকুল ইসলাম সবুজ, প্রথম আলো বন্ধুসভার সাবেক সভাপতি বেলাল হোসেন, প্রেসক্লাব সাবেক কোষাধ্যক্ষ এসএম জুলফিকার আলী, সাংবাদিক উত্তম দাস, রফিকুল ইসলাম রনি, প্রেমানন্দ ঘরামী, সংগঠনের সাধারন সম্পাদক ও নাট্যকার আমির হোসেন, সহ-সভাপতি ইমরান হোসেন নান্ট, যাদুকর এমআর মহসীন প্রমুখ।