গৌরনদী
৫৩তম মৃত্যুবার্ষিকী শহীদ আনোয়রা বেগম
প্রেস বিজ্ঞপ্তিঃ ১৯৬৯ সনের গনঅভ্যূত্থানে পাকবাহিনীর গুলিতে নিহত বরিশালের গৌরনদী উপজেলার আনোয়ারা বেগমের (২৫) ৫৩তম মৃত্যুবাষির্কী আজ ২৫ জানুয়ারি। দিবসটি পালনে আনোয়রা স্মৃতি পরিষদ ব্যাপক কর্মসূচী গ্রহন করেছে। মেয়ে নাজনিন আক্তার জানান, দিবসটি পালনের জন্য ঢাকা নাখালপাড়া ও গৌরনদীর শাওড়া গ্রামের নিজ বাড়িতে আলোচনা সভা, কোরানখানি, কাঙাালীভোজ, মিলাদ মাহফিল ও দোয়া অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে। উল্লেখ্য ১৯৬৯ সালের ২৫ জানুয়ারি মঙ্গলবার ঢাকায় পাকবাহিনীর গুলিতে অনোয়ারা বেগম মারা যান । সেই থেকে ২৫ জানুয়ারি শহীদ আনোয়রা দিবস হিসেবে দিনটি পালন করে আসছে পরিবার ও স্বজনরা। আনোয়ারা বেগম বীর মুক্তিযোদ্ধা ইসাহাক হাওলাদারের সহধর্মনী ছিলেন।