গৌরনদী
সাভারের অপহৃতা স্কুল ছাত্রী গৌরনদীতে উদ্ধার
নিজস্ব প্রতিবেদক, গৌরনদী২৪ ডটকম ঃ ঢাকার সাভার হেমায়েতপুর আলমনগর মাধ্যমিক বিদ্যালয়ের সপ্তম শ্রেনীর এক ছাত্রীকে অপহরনের চারদিন পর মঙ্গলবার রাতে গৌরনদী মডেল থানা পুলিশ অপহরনকারীকে আটকসহ অপহৃতাকে বরিশালের গৌরনদী উপজেলার মাহিলাড়া থেকে উদ্ধার করেছে ওইদিন রাতেই উদ্ধার অপহৃতা ও অপহরনকারীকে সাভার থানায় প্রেরণ করা হয়েছে।
গৌরনদী মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আলাউদ্দিন মিলন জানান, সাভার হেমায়েতপুর আলমনগর মাধ্যমিক বিদ্যালয়ের সপ্তম শ্রেনীর ছাত্রী ও হেমায়েতপুর এলাকার ব্যবসায়ী হাজ্বী মো. মামুনের সপ্তম শ্রেনীতে পড়–য়া কন্যা মেহেরুন নেছা (১৫ কে শনিবার সকালে ওই বিদ্যালয়ের বাসচালক মো. মিলন (৩২)অপহরন করেন। পরের দিন এ ঘটনায় অপহৃতার বাবা বাদি হয়ে মিলনকে আসামি করে সাভার থানায় একটি মামলা দায়ের করেন। অপহৃত স্কুল ছাত্রী জানান, অপহরনের পর তাকে অপহৃতা মিলন ঢাকার একটি বাসায় আটকে রাখেন। সোমবার সাভার থানা পুলিশ মোবাইল ফোনের সূত্র ধরে ঢাকার বাসায় অভিযান চালায় । পুলিশী টের পেয়ে অপহরনকারী মিলন পুলিশ পৌছার পূর্বেই তাকে হাত মুখ বেধে মাইক্রোযোগে বরিশালের রওয়ানা হন। গোপন সংবাদের ভিত্তিতে গৌরনদী মডেল থানা পুলিশ ঢাকা- বরিশাল মহাসড়কের গৌরনদী উপজেলার মাহিলাড়া বাসষ্টান্ডে চেকপোষ্ট বসে। সড়কে চলাচলকারী বাস তল্লাসী করে মঙ্গলবার রাতে অপহৃতাসহ অপহরনকারী মিলনকে আটক করে। ওই দিন রাতেই সাভার পুলিশের কাছে হস্তান্তর করেছে।