বরিশাল
আগৈলঝাড়ায় ২০ লক্ষ টাকার অবৈধ জালে আগুন
নিজস্ব প্রতিবেদক, বরিশালের আগৈলঝাড়ায় দেশীয় প্রজাতির মাছ রক্ষায় পয়সারহাট সন্ধ্যা নদীতে অভিযান চালিয়ে বিপুল পরিমান অবৈধ জাল জব্দ করার পরে তা পুড়িয়ে বিনস্ট করা হয়েছে।
উপজেলা সিনিয়র মৎস্য কর্মকর্তা মোহাম্মদ আলম জানান, গোপন সংবাদের ভিত্তিতে উপজেলার পয়সারহাট সন্ধ্যা নদীতে আগৈলঝাড়া থানা পুলিশের সহয়তায় উপজেলা মৎস্য অধিদপ্তরের অভিযানে ৬টি বেহুন্দী ও চট জাল প্রায় ২০ হাজার মিটার অবৈধ জাল আটক করা হয়। যার আনুমানিক মূল্যে প্রায় ২০ লক্ষ টাকা। পরে আটককৃত অবৈধ জাল উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিষ্ট্রেট নেহের নিগার তনুর উপস্থিতিতে উপজেলা পরিষদের সামনে পুড়িয়ে দেয়া হয়। অভিযানে উপজেলা সিনিয়র মৎস্য কর্মকর্তা মোহাম্মদ আলম, থানা পুলিশ ও আনসার সদস্যরা উপস্থিত ছিলেন। উপজেলা নির্বাহী ম্যাজিষ্ট্রেট নেহের নিগার তনু জানান, দেশীয় প্রজাতির মাছ রক্ষায় অবৈধ নিষিদ্ধ চায়না জাল বিক্রি এবং ব্যবহার বন্ধে অভিযান অব্যাহত থাকবে।