গৌরনদী
গৌরনদী উপজেলা প্রেসক্লাবের প্রতিষ্ঠা বার্ষিকী পালন
নিজস্ব প্রতিবেদক, বরিশালের গৌরনদী উপজেলা প্রেসক্লাবের প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে প্রেসক্লাব কার্যালয়ে কেক কাটা ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। এতে প্রধান অতিথি ছিলেন গৌরনদী বিআরডিবির সাবেক চেয়ারম্যান, গৌরনদী পৌর নাগরিক কমিটির সভাপতি ও সিনিয়র সাংবাদিক জহুরুল ইসলাম জহির।
উপজেলা প্রেসক্লাবের সভাপতি খোকন আহম্মেদ হীরার সভাপতিত্বে প্রতিষ্ঠা বার্ষিকীর আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্যে গৌরনদী বিআরডিবির সাবেক চেয়ারম্যান ও সিনিয়র সাংবাদিক জহুরুল ইসলাম জহির বলেন, সৎ সাহসী ও দায়িত্বশীল সংবাদ কর্মীরাই এ পেশায় টিকে থাকবে। অসৎ ধান্ধাবাজ ও স্বীয় স্বার্থে প্রভাবশালীদের পদলেহনকারীরা এ পেশা থেকে ছিটকে পড়বে। তাই নীতি নৈতিকতার সঙ্গে আদর্শবান সংবাদ কর্মী হওয়ার জন্য নুতনদের প্রতি তিনি আহবান জানান। অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন, গৌরনদী উপজেলা প্রেসক্লাবের সাবেক সভাপতি মোঃ গিয়াস উদ্দিন মিয়া, মোঃ আসাদুজ্জামান রিপনসহ অন্যান্যরা। বক্তব্য রাখেন সাধারন সম্পাদক মনীষ চন্দ্র বিশ্বাস, সাবেক সম্পাদক বদরুজ্জামান খান সবুজ, সহ সম্পাদক মোহাম্মদ আলী বাবু প্রমূখ। অনুষ্ঠানে করোনাজয়ী সাংবাদিক মোঃ গিয়াস উদ্দিন মিয়া ও আসাদুজ্জামান রিপনকে ফুলেল শুভেচ্ছা জানান।