গৌরনদী
গৌরনদী উপজেলা প্রেসক্লাবের বার্ষিক সাধারণ ও নির্বাচন সভা অনুষ্ঠিত
নিজস্ব প্রতিবেদক, বরিশালের গৌরনদী উপজেলা প্রেসক্লাবের বার্ষিকী সাধারণ সভা ও নির্বাচন ২০২১ প্রেসক্লাব কার্যালয়ে অনুষ্ঠিত হয়েছে। অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন গৌরনদী বিআরডিবির সাবেক চেয়ারম্যান, গৌরনদী পৌর নাগরিক কমিটির সভাপতি ও সিনিয়র সাংবাদিক জহুরুল ইসলাম জহির।
উপজেলা প্রেসক্লাবের সভাপতি খোকন আহম্মেদ হীরার সভাপতিত্বে সাধারণ সভায় বিশেষ অতিথি ছিলেন, গৌরনদী উপজেলা প্রেসক্লাবের সাবেক সভাপতি মোঃ গিয়াস উদ্দিন মিয়া, মোঃ আসাদুজ্জামান রিপনসহ অন্যান্যরা। সাধারন সভার দ্বিতীয়ার্ধে ২০২২ সালের কার্যকরী কমিটির নির্বাচিতদের নাম ঘোষনা করেন প্রধান নির্বাচন কমিশনার সিনিয়র সাংবাদিক ও দৈনিক প্রথম আলোর গৌরনদী প্রতিনিধি জহুরুল ইসলাম জহির। বিনাপ্রতিদ্বন্ধীতায় নির্বাচিতরা হলেন, বদরুজ্জামান খান সবুজ (ইনকিলাব) সভাপতি, মোহাম্মদ আলী বাবু (সংবাদ) সাধারণ সম্পাদক, মণীষ চন্দ্র বিশ্বাস (খবরপত্র) সহ-সভাপতি, জামিল মাহমুদ (ভোরের পাতা) সহ-সাধারণ সম্পাদক, হাসান মাহমুদ (দি এশিয়ান এজ) কোষাধ্যক্ষ, মোল্লা ফারুক হাসান (আমাদের বরিশাল) দপ্তর সম্পাদক, আতাউর রহমান চঞ্চল (দেশ জনপদ) সহ-দপ্তর সম্পাদক, পার্থ হালদার (কলমের কণ্ঠ) প্রচার সম্পাদক, আরিফিন রিয়াদ (বাংলাদেশের আলো) সহ-প্রচার সম্পাদক ।