গৌরনদী
গৌরনদীতে বিএনপি নেতা শের শাহ ফকিরের দাফন সম্পন্ন
নিজস্ব প্রতিবেদক, গৌরনদী২৪ ডটকম ঃ নলচিড়া ইউনিয়ন বিএনপির সাবেক সাধারন সম্পাদক, বরিশাল উত্তর জেলা বিএনপির বন ও পরিবেশ বিষয়ক সম্পাদক, নলচিড়া কো-অপারেটিভ ক্রেডিট ইউনিয়নের সাবেক সভাপতি ও নলচিড়া বাজার কমিটির সভাপতি মোঃ শের শাহ ফকির (৫২)র নামাজে জানাজা আজ রবিবার বাদ জোহর নলচিড়া বাজার মাঠে অনুষ্ঠিত হয়। জানাজা শেষে নলচিড়া জামে মসজিদের সামনে দাফন সম্পন্ন হয়। মরহুমের নামাজে জানাজায় বিভিন্ন এলাকা থেকে দল, মত নির্বিশেষে জনতার ঢল নামে। তাকে শেষবারের মত এক নজর দেখার জন্য রাজনৈতিক সহকর্মি, আত্মীয় স্বজন, বন্ধুবান্ধনসহ হাজারো মানুষ নলচিড়া বাজারে ভিড় করে।
অন্যান্যদের মাঝে তার নামাজে জানাজায় অংশ নেন, উপজেলা ভাইসচেয়ারম্যান মোঃ ফরহাদ হোসেন মুন্সি, গৌরনদী বিআরডিবির সাবেক চেয়ারম্যান ও গৌরনদী পৌর নাগরিক কমিটির সাধারন সম্পাদক সাংবাদিক জহুরুল ইসলাম জহির, সরিকল ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান ও আওয়ামীলীগ নেতা মোঃ ফারুক হোসেন মোল্লা, নলচিড়া ইউনিয়নের সাবেক চেয়ারম্যান মোঃ সেকেন্দার হোসেন মৃধা, উপজেলা বিএনপির যুগ্ম আহবায়ক গাজী আবু বকর, আকবর মোল্লা, কাজী সরোয়ার হোসেন, গৌরনদী বাসষ্টা- ব্যবসায়ী সমিতির সাধারন সম্পাদক অহিদুল হক খান, পৌর বিএনপির সাধারন সম্পাদক মোঃ শাহ আলম ফকির, উপজেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক বদিউজ্জামান মিন্টু, গৌরনদী উপজেলা যুবদলের সভাপতি শরীফ স্বপন, সাধারন সম্পাদক রফিক চোকদার, পৌর যুবদলের সভাপতি নান্না খান, নলচিড়া ক্রেডিট ইউনিয়নের সভাপতি মোঃ শাহ আলম, সাধারন সম্পাদক মোঃ কামরুজ্জামান, প্রথম আলো বন্ধুসভার সাবেক সভাপতি বেলাল হোসেন, নলচিড়া ইউনিয়নের বিএনপি নেতা জামাল ফকির, আওয়ামীলীগ নেতা অধ্যাপক মজিবুর রহমান, জাসাস নেতা ডি,আল রাহী শাহজাহান ॥