বরিশাল
নব-নির্বাচিত ইউপি চেয়ারম্যানদের শপথ গ্রহণ অনুষ্ঠিত
নিজস্ব প্রতিবেদক, গত ১১ নভেম্বর দ্বিতীয় ধাপের ইউপি নির্বাচনে বরিশালের আগৈলঝাড়ায় ৫ ইউনিয়নের বাংলাদেশ আওয়ামী লীগ মনোনীত নৌকা মার্কার দলীয় প্রার্থীরা বিনা ভোটে নির্বাচিত হন। রোববার বরিশাল জেলা প্রশাসক সম্মেলন কক্ষে আগৈলঝাড়া উপজেলায় ৫টি ইউনিয়ন পরিষদের নব-নির্বাচিত ৫ জন ইউনিয়ন পরিষদ চেয়ারম্যানকে শপথ পাঠ করান বরিশাল জেলা প্রশাসক জসীম উদ্দীন হায়দার। নব-নির্বাচিত রাজিহার ইউনিয়নের বর্তমান চেয়ারম্যান ইলিয়াস তালুকদার, বাকাল ইউনিয়নের বর্তমান চেয়ারম্যান বিপুল দাস, বাগধা ইউনিয়নের বর্তমান চেয়ারম্যান আমিনুল ইসলাম বাবুল ভাট্টি, গৈলা ইউনিয়নের বর্তমান চেয়ারম্যান শফিকুল হোসেন ও রতœপুর ইউনিয়নের বর্তমান চেয়ারম্যান গোলাম মোস্তফা সরদার শপথ বাক্য পাঠ করেন।
এসময় উপস্থিত ছিলেন অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) প্রশান্ত কুমার দাস, সিনিয়র জেলা নির্বাচন কর্মকর্তা মোহাম্মাদ নুরুল ইসলাম, আগৈলঝাড়া উপজেলা চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা আব্দুর রইচ সেরনিয়াবাত, উপজেলা আওয়ামী লীগ সভাপতি সুনীল কুমার বাড়ৈ, সাধারন সম্পাদক আবু সালেহ মো. লিটন সেরনিয়াবাত প্রমুখ।
শপথ অনুষ্ঠান শেষে বরিশাল জেলা প্রশাসক জসীম উদ্দীন হায়দার সকল চেয়ারম্যানদের দেশ ও জনগণের জন্য কাজ করার আহবান জানান। পাশাপাশি সরকারের প্রতিনিধি হিসেবে সরকারের বিভিন্ন উন্নয়ন কর্মকান্ড বাস্তবায়নে নিরলসভাবে কাজ করতে দিকনির্দেশনা প্রদান করেন।