গৌরনদী
গৌরনদীতে স্বাধীনতার সুবর্ণজয়ন্তী উদযাপন
নিজস্ব প্রতিবেদক, স্বাধীনতার সুবর্ণ জয়ন্তী ও মুজিব বর্ষ ও মহান বিজয় দিবস বরিশালের গৌরনদীতে নানা আয়োজনের মধ্যে দিয়ে উদযাপন করা হয়েছে।
বৃহস্পতিবার সূর্যদয়ের সাথে সাথে পঞ্চাশবার তোপধ্বনির মাধ্যমে দিবসের শুভ সুচনা শুরু হয়। সকাল ৭টায় সরকারি গৌরনদী পাইলট মাধ্যমিক বিদ্যালয় মাঠে শহীদ মুক্তিযোদ্ধাদের স্মরণে উপজেলা প্রশাসন, উপজেলা পরিষদ, পৌরসভা, মুক্তিযোদ্ধা সংসদ, আওয়ামীলীগ ও সহযোগী সংগঠন, গৌরনদী মডেল থানা, হাইওয়ে থানাসহ বিভিন্ন রাজনৈতিক ও সামাজিক সংগঠন পুস্পমাল্য অপর্ণ করে। শেষে আনুষ্ঠানিকভাবে জাতীয় পতাকা উত্তোলন এবং কুচকাওয়াজ ও শরীরচর্চা প্রদর্শনী করা হয়। এসময় উপস্থিত ছিলেন উপজেলা পরিষদের চেয়ারম্যান সৈয়দা মনিরুন নাহার মেরি, উপজেলা নির্বাহী অফিসার বিপিন চন্দ্র বিশ্বাস, উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মোঃ আরিফুল ইসলাম প্রিন্স, গৌরনদী মডেল থানার ওসি মোঃ আফজাল হোসেন, উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান ফরহাদ হোসেন মুন্সী, জিনিয়া আফরোজ হেলেন। দুপুর ১২টায় শহীদ সুকান্ত বাবু মিলনায়তনে মুক্তিযোদ্ধাদের সংবর্ধনা প্রদান করা হয়।
অপর দিকে উপজেলা ও পৌর আওয়ামীলীগ ও সহযোগী সংগঠনের উদ্যোগে আনন্দ র্যালী ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়। আলোচনা সভায় বক্তব্য রাখেন পৌর মেয়র ও উপজেলা আওয়ামীলীগের সাধারন সম্পাদক মোঃ হারিছুর রহমান।