গৌরনদী
গৌরনদীতে ডিজিটাল বাংলাদেশ দিবস পালিত
নিজস্ব প্রতিবেদক, ডিজিটাল বাংলাদেশ দিবস উপলক্ষে বরিশালের গৌরনদীতে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের প্রতিকৃতিতে শ্রদ্ধা নিবেদন করা হয়েছে।
রবিবার সকালে উপজেলা প্রশাসন এবং তথ্য ও যোগাযোগ প্রযুক্তি অধিদপ্তরের আয়োজনে জাতির পিতার প্রতিকৃতিতে শ্রদ্ধা নিবেদন শেষে উপজেলা চত্বর থেকে বর্ণাঢ্য র্যালী বের করা হয়। র্যালী শেষে উপজেলা হলরুমে ডিজিটাল বাংলাদেশের অর্জন, উপকৃত সকল জনগন বিষয়ক সেমিনার অনুষ্ঠিত হয়। উপজেলা নির্বাহী অফিসার বিপিন চন্দ্র বিশ্বাসের সভাপতিত্বে সেমিনারে বক্তব্য রাখেন উপজেলা চেয়ারম্যান সৈয়দা মনিরুন নাহার মেরী, পৌর মেয়র মোঃ হারিছুর রহমান, উপজেলা আওয়ামী লীগের সভাপতি এইচ এম জয়নাল আবেদীন, ভাইস চেয়ারম্যান নুরুজ্জামান ফরহাদ মুন্সী, জিনিয়া আফরোজ হেলেন, ওসি মোঃ আফজাল হোসেন সহ অন্যান্যরা।
সেমিনারে সরকারী বিভিন্ন দপ্তরের কর্মকর্তা ও ইউপি চেয়ারম্যানগণ অংশগ্রহন করেন। শেষে কোমলমতি শিশুদের মাঝে পুরস্কার বিতরণ করা হয়।