গৌরনদী
গৌরনদীতে ফ্যানের সাথে ঝুলে বৃদ্ধের আত্মহত্যা
নিজস্ব প্রতিবেদক, বসতঘরের সিলিং ফ্যানের সাথে গলায় রশি পেঁচিয়ে ইউনুচ ফকির (৬৩) নামের এক বৃদ্ধ আত্মহত্যা করেছে। খবরপেয়ে নিহতের মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য হাসপাতাল মর্গে প্রেরণ করেছে পুলিশ।
এ ঘটনায় শনিবার রাতে থানায় ইউডি মামলা দায়ের করা হয়েছে। নিহত ইউনুচ ফকির বরিশালের গৌরনদী উপজেলার মহিষা গ্রামের মৃত আহম্মদ আলী ফকিরের পুত্র।
মামলা ও নিহতের পারিবারিক সূত্রে জানা গেছে, গত আট বছর যাবত মানষিক রোগে ভুগছিলেন ইউনুচ ফকির। লোকজন তাকে ধরে নিয়ে যাবে এই ভেবে সে (ইউনুচ) অধিকাংশ সময় ঘর থেকে বের হতো না। শনিবার (১৩ নভেম্বর) ভোরে ফজরের নামাজ শেষে নিজকক্ষে ঘুমাতে যায় বৃদ্ধ ইউনুচ ফকির। ভোর ছয়টার দিকে স্বামীর ঘুম ভাঙ্গানোর জন্য স্ত্রী আবিদা বেগম রুমের সামনে গিয়ে ডাকাডাকি করলেও ঘুম থেকে উঠেনি সে। বেলা এগার দিকে পবিরাবের সদস্যরা পূনরায় ডাকাডাকি করে কোন সারাশব্দ না পেয়ে বিল্ডিংয়ের দরজা ভেঙ্গে কক্ষে প্রবেশ করে সিলিং ফ্যানের সাথে ঝুলন্ত অবস্থায় বৃদ্ধ ইউনুচকে দেখতে পায়। এসময় পরিবারের সদস্যদের ডাকচিৎকারে স্থানীয়রা এগিয়ে এসে ঝুলন্ত অবস্থায় বৃদ্ধের মরদেহ উদ্ধার করেন। রবিবার সকালে গৌরনদী মডেল থানার ওসি মোঃ আফজাল হোসেন জানান, নিহতের মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য শেবাচিম হাসপাতাল মর্গে প্রেরণ করা হয়েছে। ময়নাতদন্তের রিপোর্ট পাওয়ার পর মৃত্যুর সঠিক কারন জানা যাবে বলেও তিনি উল্লেখ করেন।