গৌরনদী
গৌরনদীতে ৫দিন ব্যাপী কাব স্কাউট ইউনিট লিডার বেসিক কোর্স উদ্ধোধন
নিজস্ব প্রতিবেদক, বরিশালের গৌরনদীতে ৫দিন ব্যাপী ১৭৩ তম কাব স্কাউট ইউনিট লিডার বেসিক কোর্স উদ্ধোধন করা হয়েছে।
বাংলাদেশ স্কাউট প্রশিক্ষণ বিভাগের সহায়তায় ও বাংলাদেশ স্কাউট গৌরনদী উপজেলার ব্যবস্থাপনায় রোববার সকালে গৌরনদী মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয়ে উদ্ধোধনী অনুষ্টান উপজেলা সাধারন সম্পাদক ও সরকারি গৌরনদী পাইলট মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক অলিউল্লাহ’র সভাপতিত্বে প্রধান অতিথি ছিলেন বাংলাদেশ স্কাউট গৌরনদী উপজেলা শাখার সভাপতি ও উপজেলা নির্বাহী কর্মকর্তা বিপিন চন্দ্র বিশ^াস। বিশেষ অতিথি ছিলেন গৌরনদী মডেল থানার ওসি মোঃ আফজাল হোসেন, সহকারী শিক্ষা অফিসার আব্দুল মন্নান মিয়া, সহকারী মাধ্যমিক শিক্ষা অপিসার লিটু চ্যার্টাজি, বাংলাদেশ স্কাউট গৌরনদী উপজেলা শাখার কমিশনার মোঃ বাবুল হোসেন, কোর্স লিডার এসএম জাকির হোসেন এলটি। বক্তব্য রাখেন প্রধান শিক্ষক কুতুব উদ্দিন, মিজানুর রহমান, সহকারী শিক্ষক আবু হানিফ, বোরহান উদ্দিন প্রমুখ। শেষে অনুষ্টানের প্রধান অতিথি কাব স্কাউট ইউনিট লিডার বেসিক কোর্স উদ্ধোধন করেন।


