গৌরনদী
গৌরনদীতে স্কুলছাত্রীকে ধর্ষণ মামলা দায়ের \ গ্রেপ্তার-১
নিজস্ব প্রতিবেদক, বরিশালের গৌরনদী উপজেলার বার্থী তাঁরা মাধ্যমিক বিদ্যালয়ের দশম শ্রেণীর ছাত্রীকে (১৫) ধর্ষণ করেছে লম্পট প্রেমিক। শুক্রবার দিবাগত রাত সাড়ে ১০টার দিকে উপজেলার খাঞ্জাপুর ইউনিয়নের কমলাপুর গ্রামে এ ঘটনা ঘটে। এ ব্যাপারে ভিকটিমের মা বাদি হয়ে অভিযুক্ত প্রেমিক রবিউল বেপারীকে (২১) আসামি করে শনিবার রাতে গৌরনদী থানায় একটি ধর্ষণ মামলা দায়ের করেছেন। তাৎক্ষনিক পুলিশ অভিযান চালিয়ে মামলার আসামি প্রেমিক রবিউল বেপারীকে গ্রেপ্তার করেছে।
মামলার তদন্তকারী কর্মকর্তা ও থানার এসআই কামাল হোসেন জানান, গত দুই বছর পূর্বে উপজেলার কমলাপুর গ্রামের মজিবুর রহমান বেপারীর ছেলে রবিউল বেপারীর সঙ্গে একই গ্রামের দশম শ্রেণীর ছাত্রীর প্রেমের সম্পর্ক গড়ে উঠে। এ সুবাদে প্রেমিক রবিউল বেপারী গত ৫ নভেম্বর (শুক্রবার) দিবাগত রাত সাড়ে ১০টার দিকে প্রেমিকার (ছাত্রী) বাড়িতে দেখা করতে গিয়ে মোবাইল ফোনে ডেকে প্রেমিকাকে ঘরের বাহিরে আনে। এ সময় বিয়ের প্রলোভন দেখিয়ে জোরপূর্বক ওই স্কুলছাত্রীকে ধর্ষণ করে প্রেমিক রবিউল। এ ঘটনায় ভিকটিমের মা বাদি হয়ে অভিযুক্ত রবিউল বেপারীকে আসামি করে ধর্ষণ মামলা দায়ের করে। তাৎক্ষনিক তিনি সঙ্গীয় ফোর্স নিয়ে অভিযান চালিয়ে মামলার আসামি প্রেমিক রবিউল বেপারীকে গ্রেপ্তার করেন। প্রেপ্তারকৃতকে বরিশাল অতিরিক্ত চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে সোপর্দ করা হলে আদালতের বিচারক তাকে কারাগারে পাঠানোর নির্দেশ দেয়। রোববার বরিশাল শেরেবাংলা মেডিকেল কলেজ হাসপাতালে ভিকটিমের ডাক্তারী পরীক্ষা সম্পন্ন ও বরিশাল আদালতে ২২ ধারায় জবানবন্দি দিয়েছে বলে মামলার তদন্তকারী কর্মকর্তা এসআই কামলা হোসেন জানান।