গৌরনদী
গৌরনদীতে সড়ক দুর্ঘটনায় ৫ চায়না প্রকৌশলী আহত
নিজস্ব প্রতিবেদক, বরিশালের গৌরনদীতে মাইক্রোবাস খাদে পড়ে চালকসহ পাঁচজন চায়না প্রকৌশলী আহত হয়েছেন। আহতদের উদ্ধার করে প্রথমে গৌরনদী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়। অবস্থার অবনতি হলে বরিশাল শের-ই বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি প্রেরন করা হয়েছে।
গৌরনদী হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোঃ বেল্লাল হোসেন জানান, ঢাকা থেকে একটি মাইক্রোবাস নিয়ে ৫ জন চায়না প্রকৌশলী সহকর্মীদের নিয়ে বরগুনার আমতলী পাওয়ার প্লান্টে যাওয়ার সময় বৃহস্পতিবার সকাল ১১টায় বরিশাল-ঢাকা মহাসড়কের গৌরনদী ফায়ার সার্ভিসের সম্মুখে পৌছলে বেপরোয়া একটি মটরসাইকেলআরোহীকে রক্ষা করতে নিয়ন্ত্রন হারিয়ে মহাসড়কের পাশ্ববর্তি ডোবায় পরে পরে যায়। মাইক্রোচালক কবির হোসেন (৪৫) বলেন, চায়না ৫ প্রকৌশলীসহ ৮জন চায়না নাগরিককে নিয়ে বরগুনার আমতলী পাওয়ার প্লান্টে যাওয়ার জন্য রওয়ানা হই। গৌরনদীতে পৌছার পরে বেপরোয়া একটি মটরসাইকেল অরোহীকে বাঁতে গিয়ে নিয়ন্ত্রন হারিয়ে ডোবায় পরে যাই। ফায়ার সার্ভিসের স্টেশন মাস্টার বিপুল হোসেন জানান, গৌরনদী ফায়ার সার্ভিসের সম্মুক্ষে দূর্ঘটনা দেখতে পাওয়ার সঙ্গে সঙ্গে ফায়ার সার্ভিস কর্মীলা অভিযান চালিয়ে আহত ৫ চায়না প্রকৌশলীকে উদ্ধার করে গৌরনদী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়। গৌরনদী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের জরুরী বিভাগের কর্তব্যরত চিকিৎসক দেওয়ান আব্দুস সালাম বলেন, আহতদের অবস্থার অবনতি ঘটলে জরুরী ভিত্তিতে বরিশাল শের-ই বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি প্রেরন করা হয়েছে। খবর পেয়ে তাৎক্ষণিক ঘটনাস্থল পরিদর্শন করেন উপজেলা নির্বাহি অফিসার বিপিন চন্দ্র বিশ্বাস ও সহকারী কমিশনার ভূমি মোহাম্মদ আরিফুল ইসলাম প্রিন্স।


