গৌরনদী
আগৈলঝাড়ায় ৫ ইউনিয়নে চেয়ারম্যান পদে নৌকার প্রার্থী বিনাপ্রতিদ্বন্ধীতায় নির্বাচিত হওয়ার পথে
নিজস্ব প্রতিবেদক, দ্বিতীয় ধাপের ইউনিয়ন পরিষদ নির্বাচনে বরিশালের আগৈলঝাড়ায় ৫ ইউনিয়নে চেয়ারম্যান পদে ১২ জন প্রার্থী মনোয়নপত্র জমা দেন। মঙ্গলবার মনোনয়ন প্রত্যাহারের শেষ দিনে ইসলামি আন্দোলন বাংলাদেশ দলের মনোনীত চেয়ারম্যান পদে হাত পাখা মনোনীত ৫ প্রার্থী ও ২ জন বিদ্রোহী প্রার্থী তাদের মনোনয়ন প্রত্যহার করে নেয়ায় বিজয়ের পথে আওয়ামীলীগ মনোনীত চেয়ারম্যান ৫ প্রার্থী।
আগৈলঝাড়া উপজেলার রাজিহার, গৈলা ও রতœপুর ইউনিয়নের রিটার্নিং কর্মকর্তা মো. মিজানুর রহমান এবং বাকাল ও বাগধা ইউনিয়নের রিটার্নিং কর্মকর্তা মো. সহিদুলউল্লাহ জানান, দ্বিতীয় ধাপের ইউনিয়ন পরিষদ নির্বাচনে বরিশালের আগৈলঝাড়ায় ৫ ইউনিয়নে চেয়ারম্যান পদে ১২ জন প্রার্থী মনোয়নপত্র জমা দেন। মঙ্গলবার মনোনয়ন প্রত্যাহারের শেষ দিনে ইসলামি আন্দোলন বাংলাদেশ দলের মনোনীত চেয়ারম্যান পদে হাত পাখা মনোনীত ৫ প্রার্থী ও গৈলা মডেল ইউনিয়নে চেয়ারম্যান পদে বিদ্রাহী প্রার্থী শহীদ আব্দুর রব সেরনিয়াবাত কলেজ ছাত্রলীগের সাবেক আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক মাহামুদুল ইসলাম সাগর সেরনিয়াবাত ও বাকাল ইউনিয়নে বিদ্রোহী চেয়ারম্যান প্রার্থী উপজেলা আওয়ামীলীগের সদস্য আজিজুর রহমান বালী দাখিল করা মনোনয়নপত্র প্রত্যাহার করে নেন। এ ছাড়া আগৈলঝাড়া উপজেলা ইসলামি আন্দোলন বাংলাদেশের চেয়ারম্যান পদে মনোনীত হাত পাখার রাজিহার ইউনিয়নে ইকতিয়ার হোসেন, বাকাল ইউনিয়নে মাওলানা জাকারিয়া বক্তিয়ার ওরফে ফরিদি, বাগধা ইউনিয়নে আলহাজ¦ আব্দুল কাদের মিয়া, গৈলা ইউনিয়নে জাহাঙ্গীর হোসেন বেপারী ও রতœপুর ইউনিয়নে খলিলুর রহমান শাহ মনোনয়নপত্র প্রত্যাহার করে নেন। মনোনয়নপত্র প্রত্যাহার করে নেয়ার কথা স্বীকার করে আগৈলঝাড়া উপজেলা ইসলামি আন্দোলন বাংলাদেশের সাধারন সম্পাদক রাসেল সরদার ওরফে মেহেদী বলেন, বরিশাল জেলা কমিটির সিদ্ধান্ত অনুযায়ী হাত পাখা মনোনীত চেয়ারম্যান প্রার্থীরা মনোনয়নপত্র প্রত্যাহার করে নিয়েছে। সংশ্লিষ্ট রিটার্নিং কর্মকর্তা বলেন, আগৈলঝাড়া উপজেলার রাজিহার, গৈলা, রতœপুর বাকাল ও বাগধা ইউনিয়ন পরিষদ নির্বাচনে চেয়ারম্যান আওয়ামীলীগের প্রার্থী ছাড়া কোন প্রার্থী নেই। তাই বাংলাদেশ আওয়ামী লীগ মনোনীত নৌকা মার্কার দলীয় প্রার্থী রাজিহার ইউনিয়নের বর্তমান চেয়ারম্যান ইলিয়াস তালুকদার, বাকাল ইউনিয়নের বর্তমান চেয়ারম্যান বিপুল দাস, বাগধা ইউনিয়নের বর্তমান চেয়ারম্যান আমিনুল ইসলাম বাবুল ভাট্টি, গৈলা ইউনিয়নের বর্তমান চেয়ারম্যান শফিকুল হোসেন ও রতœপুর ইউনিয়নের বর্তমান চেয়ারম্যান গোলাম মোস্তফা সরদার বিনা প্রতিদ্ব›িদ্বতায় নির্বাচিত হতে যাচ্ছে। উল্লেখ্য, দ্বিতীয় ধাপের ইউনিয়ন পরিষদের নির্বাচনে আগৈলঝাড়া উপজেলার ৫টি ইউনিয়নে আগামি ১১ নভেম্বর ভোট গ্রহণ অনুষ্ঠিত হবে।