গৌরনদী
গৌরনদীতে দুই তরুনের উপর হামলার ঘটনায় মামলা দায়ের
নিজস্ব প্রতিবেদক, সোমবার রাতে বরিশালের গৌরনদী উপজেলার বিল্লগ্রাম জঙ্গলপট্রি সর্বজনীন দূর্গাপূঁজা মন্দির কমিটির ক্যাসিয়ারসহ দুই তরুনকে জঙ্গলে নিয়ে বেধড়কভাবে পিটিয়ে জখম করার অভিযোগ পাওয়া গেছে। আহত দুজনকে গৌরনদী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে। এ ঘটনায় মঙ্গলবার ৮ জনকে আসামি করে গৌরনদী মডেল থানায় একটি মামলা দায়ের করা হয়েছে।
আহত ও পুলিশ জানান, গৌরনদী উপজেলার মাহিলাড়া ইউনিয়নের বিল্লগ্রাম জঙ্গলপট্রি সর্বজনীন দূর্গাপূঁজা মন্দির কমিটির ক্যাসিয়ার ও জঙ্গলপট্রি গ্রামের গোপী নাথ দাসের পুত্র পল্লব নাথ দাস (২৩) জানান, গত ২/৩ দিন আগে হাপানিয়া গ্রামের সোবাহান হাওলাদারের পুত্র সোহেল হাওলাদার (২৫), একই গ্রামের ফজল আলীর পুত্র সজীব হাওলাদার (২৬) ও শরীফাবাদ গ্রামের দ্বীন ইসলামের পুত্র মামুন হোসেন (২৩) গ্রামে ঢুকে স্কুল পড়–য়া এক ছাত্রীকে উত্যক্ত করে। এ সময় আমি বন্ধু অনয় সোমকে (২২) নিয়ে বখাটের আচরনের প্রতিবাদ করি এবং গ্রামে ঢুকতে নিষেধ করি এতে বখাটেরা আমার উপর ক্ষিপ্ত হন। পল্লব নাথ দাস অভিযোগ করে বলেন, পূজা পরবর্তি মন্দিরের আয় ব্যায়ের হিসাব নিকাশ দেয়ার জন্য সোমবার সন্ধ্যায় মন্দির কমিটির সভায় যোগদান করি। মন্দির কমিটির সভা চলছিল সোমবার রাত সাড়ে ৭টার দিকে সোহেল হাওলাদার (২৫), সজীব হাওলাদার (২৬) মামুন হোসেন (২৩)সহ ৪/৫ জন বখাটে যুবক মটরসাইকেলসহ সভাস্থলে হাজির হয়ে আমাকে ও অনয় সোমকে (২২) মটরসাইকেলে তুলে নিয়ে যান। কিছুদুর যাওয়ার পরে শরীফাবাদ গ্রামের কালাম সিকদারের বাড়ির পাশে বাগানের কাছে পৌছলে আমাদেরকে মটরসাইকেল থেকে নামিয়ে বাগানের মধ্যে নিয়ে সাথে থাকা ৭০ হাজার টাকা ও একটি মোবাইল সেট ছিনিয়ে নিয়ে লাঠিসোটা ও রড় নিয়ে আমার উপর হামলা চালিয়ে পিটিয়ে রক্তক্ত জখম করে। এ সময় আমাকে রক্ষায় অনয় সোম এগেিয় এলে তাকে বেধড়কভাবে পিটিয়ে জখম ও আহত করা হয়। একপর্যায়ে এ নিয়ে বাড়াবাড়ি করলে প্রাননাশের হুমকি দিয়ে চলে যায়। পরে স্থানীয়রা খবর পেয়ে আমাদের উদ্ধার করে হাসপাতালে ভর্তি করেছে। গৌরনদী মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোঃ আফজাল হোসেন বলেন, এ ঘটনায় আহত পল্লব নাথ দাসের বাবা গোপী নাথ দাস বাদি হয়ে তিনজনের নাম উল্লেখসহ অজ্ঞাতনামা ৮ জনকে আসামি করে মঙ্গলবার থানায় একটি মামলা দায়ের করেছে। বিষয়টি তদন্ত সাপেক্ষে পরবর্তি ব্যবস্থা নেওয়া হবে।