গৌরনদী
উজিরপুরে পঞ্চম শ্রেণির ছাত্রীকে ধর্ষণ, যুবক গ্রেফতার
নিজস্ব প্রতিবেদক, বরিশালের উজিরপুর উপজেলার ওটরা ইউনিয়নের মশাং গ্রামের পঞ্চম শ্রেণির ছাত্রীকে ধর্ষণের অভিযোগ পাওয়া গেছে। এ ঘটনায় নির্যাতিতা স্কুল ছাত্রীর মা বাদি হয়ে রোববার উজিরপুর মডেল থানায় একটি ধর্ষন মামলা দায়ের করেছে। পুলিশ ওই দিন সন্ধ্যায় মামলার আসামি দিপক মন্ডলকে (২৮) গ্রেপ্তার করেছে। সোমবার ভিকটিমকে ডাক্তারী পরীক্ষার জন্য বরিশাল প্রেরন করা হবে।
এজাহার সূত্রে জানা গেছে, উজিরপুর উপজেলার ওটরা ইউনিয়নের মশাং গ্রামের হতদরিদ্র দিন মজুর বাবা মা জীবিকার তাগিদে বরিশাল শহরে দিন মজুরের কাজে করেন। তাদের একমাত্র কন্যা পঞ্চম শ্রেণির ছাত্রী (১১) একই বাড়ির চাচাতো নানার কাছে লেখাপড়া করার জন্য রেখে যান। ওই গ্রামের হরলাল মন্ডলের ছেলে দিপক মন্ডল (২৮) বিভিন্ন সময় শিশুটিকে উত্যক্ত করে আসছিল। গত ১৭ অক্টোবর চাচাতো নানীর সাথে ঘুমিয়ে পরে। রাত আনুমানিক ১০টার দিকে লাঠি দিয়ে দরজা খুলে ঘরে প্রবেশ করে দিপক মন্ডল (২৮) স্কুল ছাত্রীকে ভয়ভীতি দেখিয়ে জিম্মি করে জোর পূর্বক ধর্ষন করে। ওই দিন বিষয়টি স্কুল ছাত্রী তার নানীকে জানালে নানী ঘটনাটি গোপন রাখে। রোববার স্কুল ছাত্রীর বাবা মা বরিশাল থেকে বাড়িতে আসলে মেয়ে ধর্ষনের ঘটনা বাবা মাকে জানান। তারা বিষয়টি থানাকে অবহিত করলে পুলিশ স্কুল ছাত্রীর মাকে বাদি করে দিপক মন্ডলকে আসামি করে ধর্ষন মামলা দায়ের করেন।
উজিরপুর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোঃ আলী আর্শেদ বলেন, স্কুল ছাত্রীর মা বাদি হয়ে রোববার দুপুরে থানায় একটি ধর্ষন মামলা দায়ের করেছে। পুলিশ সন্ধ্যায় উজিরপুর উপজেলার জল্লা ইউনিয়নের কুড়লিয়া হরি মার্কেট সংলগ্ন আদর্শ মৎস্য খামারে অভিযান চালিয়ে এজাহারভূক্ত আসামি ধর্ষক দিপক মন্ডকে গ্রেপ্তার করেছে। ভিকটিমকে উদ্ধার করা হয়েছে। সোমবার ডাক্তারী পরীক্ষার জন্য প্রেরন করা হবে।