গৌরনদী
গৌরনদীতে মা ইলিশ আহরনে তিন জেলেকে ২১ দিন করে কারাদন্ড প্রদান করেছে ভ্রাম্যমাণ আদালত
নিজস্ব প্রতিবেদক, বরিশালের গৌরনদী উপজেলার আড়িয়ালখা নদীতে উপজেলা মৎস্য অধিদপ্তর ও উপজেলা প্রশাসন যৌথ অভিযান ও মোবাইল কোর্ট পরিচালনা করে মা ইলিশ আহরনের সময় শনিবার বিকেলে ২ হাজার মিটার জালসহ তিনজন জেলেকে আটক করে। আটককৃত প্রত্যেক জেলেকে ২১দিন করে বিনাশ্রম কারাদন্ড প্রদান করেছেন উপজেলা সহকারী কমিশনার ভূমি ও এক্সিউটিভ ম্যাজিস্ট্রেট মোঃ আরিফুল ইসলাম প্রিন্স। এ সময় উপস্থিত ছিলেন উপজেলা মৎস্য অফিসার আবুল বাশার, সরিকল পুলিশ তদন্ত কেন্দ্রের এসআই অমিতাভ। পরে জব্দকৃত জাল পুড়িয়ে বিনষ্ট করা হয়।