গৌরনদী
জাতীয় নিরাপদ সড়ক দিবস উপলক্ষে গৌরনদীতে আলোচনা সভা ও লিফলেট বিতরণ
নিজস্ব প্রতিবেদক, “গতিসীমা মেনে চলি, সড়ক দুর্ঘটনা রোধ করি ”। এ প্রতিবাদ্য নিয়ে বরিশালের গৌরনদীতে জাতীয় নিরাপদ সড়ক দিবস ২০২১ উপলক্ষে গৌরনদী হাইওয়ে থানার উদ্যোগে শুক্রবার র্যালী আলোচনা সভা ও গনসচেতনতায় লিফলেট বিতরণ করা হয়।
গৌরনদী হাইওয়ে থানার উদ্যোগে সকালে হাইওয়ে থানা কম্পাউন্ডে পুলিশ সার্জেন্ট মাহাবুব ইসলামের সভাপতিত্বে প্রধান অতিথি ছিলেন গৌরনদী উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান মোঃ ফরহাদ হোসেন মুন্সী। বিশেষ অতিথি ছিলেন গৌরনদী প্রেসক্লাবের সাবেক সভাপতি মোঃ গিয়াস উদ্দিন মিয়া। বক্তব্য রাখেন উপ-সহকারী (এসআই) মোঃ ওমর ফারুকসহ অন্যান্যরা। পরে ঢাকা-বরিশাল মহাসড়কের বিভিন্ন যানবাহনের চালক, যাত্রী ও পথচারীদের মাঝে সচেতনতামূলক লিফলেট বিতরণ করা হয়।