গৌরনদী
প্রতিবন্ধি কিশোরীকে ধর্ষনের ঘটনায় মামলা দায়ের, গ্রেপ্তার-১
নিজস্ব প্রতিবেদক, বরিশালের গৌরনদী উপজেলার বাটাজোর ইউনিয়নের দক্ষিণ-পশ্চিমপাড়া গ্রামে বুদ্ধি প্রতিবন্ধী কিশোরীকে (১১) দূরসম্পর্কের দাদা কর্তৃক ধর্ষনের ঘটনায় সোমবার গৌরনদী মডেল থানায় একটি মামলা দায়ের করা হয়েছে। পুলিশ ওই দিন মামলার এজাহারভূক্ত একমাত্র আসামি সিদ্দিক সরদারকে (৬০) গ্রেপ্তার করে আদালতে ও নির্যাতিতাকে ডাক্তারী পরীক্ষার জন্য বরিশাল শের ই বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরন করেছে।
এজাহারে বলা হয়, গৌরনদী উপজেলার বাটাজোর ইউনিয়নের দক্ষিণ-পশ্চিমপাড়া গ্রামে বুদ্ধি প্রতিবন্ধী কিশোরী (১১) তার খালার কাছে থাকত। সেই সুবাদে ওই গ্রামের দাদা সম্পর্কের মৃত আব্দুল গনি সরদারের পুত্র সিদ্দিক সরদার (৬০) বিভিন্ন সময় কিশোরীর সাথে দুষ্ঠামীর ছলে যৌন হয়রানী করে আসছিল। গত ২/৩ মাস ধরে তাদের মধ্যে শারীরিক সম্পর্কে তৈরী হয়। বাদি অভিযোগ করে বলেন, আমি ভাগ্নিকে বাড়িতে একা রেখে বাহিরে গেলে সিদ্দিক সরদার বিভিন্ন সময় ভাগ্নিকে ধর্ষন করে অসছিল। গত রোববার রাতে আমি তাকে একা বাড়িতে রেখে পাশের বাড়িতে গেলে সিদ্দিক তার ঘরে গিয়ে পুনরায় ভাগ্নিকে ধর্ষন করে। আমি বাড়িতে এসে বিষয়টি দেখতে পেয়ে হাতে নাতে ধরে স্থানীয়দের বিষয়টি অবহিত করি । জিজ্ঞাসাবাদের এক পর্যায়ে সিদ্দিক কিশোরীকে ধর্ষনের কথা স্বীকার করে। পরে আমি বিষয়টি পুলিশ ও এলাকার লোকজনকে অবহিত করি এবং খুলিশকে খবর দেই।
গৌরনদী মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোঃ আফজাল হোসেন বলেন, বুদ্ধি প্রতিবন্ধী কিশোরীকে ধর্ষনের ঘটনায় নির্যাতিতার খালা খালা বাদি হয়ে সোমবার গৌরনদী মডেল থানায় একটি ধর্ষন মামলা দায়ের করেছে। পুলিশ অভিযান চালিয়ে মামলার একমাত্র আসামি সিদ্দিক সরদারকে (৬০) গ্রেপ্তার করে আদালতে ও নির্যাতিতাকে ডাক্তারী পরীক্ষার জন্য বরিশাল শের ই বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরন করেছে।