গৌরনদী
গৌরনদীর টরকী বন্দরে গণডাকাতির মালামালসহ নরসিংদী থেকে তিন ডাকাত গ্রেপ্তার
নিজস্ব প্রতিবেদক, দক্ষিণাঞ্চলের ঐতিহ্যবাহী ব্যবসায়ী বন্দর টরকীতে গণডাকাতির ঘটনায় পুলিশ নরসিংদী থেকে আন্তঃজেলা ডাকাত দলের তিন সদস্যকে গ্রেপ্তার করেছে গৌরনদী মডেল থানা পুলিশ। গ্রেপ্তারকৃতদের স্বীকারোক্তি অনুয়ায়ী সোমবার সকালে বানারীপাড়া উপজেলা থেকে ডাকাতির কাজে ব্যবহৃত দেশী অস্ত্র উদ্ধার করেছে। গণডাকাতির ঘটনায় এ নিয়ে ৯ জন আসামিকে সনাক্তপূর্বক গ্রেপ্তার করা হয়েছে।
গৌরনদী মডেল থানার ওমি মোঃ আফজাল হোসেন জানান, মোবাইল ট্যাকিং এর মাধ্যমে মামলার তদন্তকারী কর্মকর্তা এসআই কামাল হোসেন ঢাকার পাশর্^বতী নরসিংদী থেকে মাদারীপুর জেলার কালকিনি উপজেলার নতুন চর দৌলতখান গ্রামের নুরুল ইসলাম হাওলাদারের পুত্র আব্দুল খালেক হাওলাদার, বানারীপাড়ার উপজেলার ব্রাক্ষনকাঠী গ্রামের হারুন গাজীর পুত্র আল মিরাজ মিন্টু ও শরীয়তপুর জেলার জাজিরা উপজেলার দাইমুদ্দিন খলিফাকান্দি গ্রামের সিরাজ খলিফার পুত্র দেলোয়ার হোসেন খলিফাকে লুণ্ঠিত আংশিক মালামালসহ গ্রেপ্তার করেছে। মামলার তদন্তকারী কর্মকর্তা এসআই কামাল হোসেন জানান, ডাকাতদলের স্বীকারোক্তি অনুয়ায়ী সোমবার সকালে বানারীপাড়া থেকে ডাকাতির কাজে ব্যবহৃত দেশী অস্ত্র উদ্ধার করা হয়েছে।