গৌরনদী
গৌরনদীতে প্রতিপক্ষের উপর হামলা জখম -৮
নিজস্ব প্রতিবেদক, গৌরনদী২৪ ডটকম ঃ গৌরনদী উপজেলার খাঞ্জাপুর ইউনিয়নের বাদুরতলা গ্রামে পূর্ব শত্রুতার জের ধরে প্রতিপক্ষের উপর হামলা চালিয়েছে সন্ত্রাসীরা। হামলায় রক্তাক্তভাবে ৮ জন আহত হন। এ ঘটনায় মামলা দায়ের করা হয়েছে। আহতরা হাসপাতালে চিকিৎসাধীর রয়েছে।
মামলার বিবরনে জানা গেছে, গৌরনদী উপজেলার খাঞ্জাপুর ইউনিয়নের বাদুরতলা গ্রামের মতিউর রহমানের সঙ্গে একই গ্রামের আজিজুল হক সরদারের বিরোধ চলে আসছিল। বিরোধের জের ধরে গত বুধবার প্রতিপক্ষ একই গ্রামের আজিজুর রহমানের নেতৃত্বে সন্ত্রাসী আমির হোসেন (২৮), বেলাল সরদার(৩২), জাহিদ সরদার(৩০), শামুছুল হক((৫০)সহ ১২/১৫ জন সন্ত্রাসী ধারাল অস্ত্র শস্ত্র নিয়ে আকস্মিকভাবে হামলা চালায় হামলাকারীরা পিটিয়ে মতিউর রহমান(৪২), তার ভাবি শাহনাজ পারভিন(৩৮), মুন্না(১৭) ও মান্না (১৫)সহ ৮ জনকে আহত করেছে। সন্ত্রাসীরা মতিউর রহমানের সামনের দুটি দাঁত ফেঙ্গে ফেলে। আহতদের হাসপাতালে ভর্তি করা হয়েছে। এ ঘটনায় মতিউর রহমান বাদি হয়ে ৬ জনের নাম উল্লেখসহ অজ্ঞাতনামা আসামি করে মামলা দায়ের করেছে।