গৌরনদী
গৌরনদীতে ৬ কেজি গাঁজাসহ তিনজন গ্রেপ্তার
নিজস্ব প্রতিবেদক, বরিশালের গৌরনদী পৌরসভার টরকী বন্দরের রায়পট্রি এলাকায় পুলিশ অভিযান চালিয়ে হালকা ভিজা অবস্থায় ৬ কেজি ১০০ গ্রাম গাঁজাসহ তিনজনকে গ্রেপ্তার করেছে। এ ঘটনায় পুলিশ বাদি হয়ে মামলা দায়ের করেছেন।
গৌরনদী মডেল থানার ওসি মোঃ আফজাল হোসেন জানান, রোববার সকাল সাড়ে ৫টার দিকে গোপন সংবাদের ভিত্তিতে থানার উপ-পরিদর্শক (এসআই) খায়রুল আলম সঙ্গীয় ফোর্স নিয়ে টরকী বন্দরের রায়পট্রি এলাকায় অভিযান চালায়। এ সময় পুলিশের উপস্থিতি টের পেয়ে এক পাইকারি মাদক ব্যবসায়ী পালিয়ে যায়। অপর মাদক ব্যবসায়ী আরমান সরদার, মেরীনা বেগম ও খোকন বেপারীকে উক্ত গাঁজাসহ গ্রেপ্তার করেন। গ্রেপ্তারকৃত আরমান সরদার পৌরসভার সুন্দরদী (নবীনগর) মহল্লার কবির সরদারের পুত্র। মেরীনা বেগম পাশর্^বতী কালকিনি উপজেলার জাজিরা গ্রামের ইসমাইল হোসেনের স্ত্রী এবং খোকন বেপারী পৌর এলাকার বড় কসবা মহল্লার লিয়াকত বেপারীর পুত্র।
এ ঘটনায় থানার উপ-পরিদর্শক খায়রুল আলম বাদি হয়ে মাদক দ্রব্য আইনে ৪ জনকে আসামি করে মামলা দায়ের করেছেন। পুলিশ রোববার দুপুরে গ্রেপ্তারকৃতদের আদালতের মাধ্যমে জেল হাজতে প্রেরন করেছে।