গৌরনদী
জাতীয় মৎস্য সপ্তাহ উপলক্ষে গৌরনদীতে র্যালী ও আলোচনা সভা
নিজস্ব প্রতিবেদক, গৌরনদী২৪ ডটকম ঃ জাতীয় মৎস্য সপ্তাহ ২০১৬ উপলক্ষে উপজেলা প্রশাসন ও মৎস্য অধিদপ্তরের উদ্যোগে গতকাল বুধবার সকালে বর্নাঢ্য র্যালী ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়। র্যালীটি শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিন শেষে উপজেলা পরিষদ মিলনায়তনে আলোচনা সভার সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী অফিসার মোঃ মাহবুব আলম। অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন উপজেলা আওয়ামীলীগের সভাপতি মোঃ জয়নাল আবেদীন হাওলাদার। অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন গৌরনদী উপজেলা পরিষদের ভাইসচেয়ারম্যান মোঃ নুরুজ্জামান ফরহাদ মুন্সী, মডেল থানর ওসি মোঃ আলাউদ্দিন মিলন, উপজেলা কৃষি অফিসার নজুরুল ইসলাম, গৌরনদী বিআরডিবির সাবেক চেয়ারম্যান ও গৌরনদী পৌর নাগরিক কমিটির সাধারন সম্পাদক সাংবাদিক জহুরুল ইসলাম জহির, প্রবীন আওয়ামীলীগ নেতা মোঃ জয়নাল আবেদীন খন্দকার, প্রানী সম্পদ কর্মকর্তা ডাঃ আশুতোষ রায়, যুব উন্নয়ন কর্মকর্তা মোঃ সিদ্দিকুর রহমান, । স্বাগত বক্তব্য রাখেন উপজেলা মৎস্য অফিসার প্রদীপ কুমার দাস, সহকারী মৎস্য অফিসার মোঃ জসিম উদ্দিন। এর আগে অতিথিরা উপজেলা পরিষদের পুকুরে মাছের পোনা অবমুক্ত করেন।