গৌরনদী
গৌরনদীতে প্রধান শিক্ষকের মায়ের মৃত্যু, বিভিন্ন মহলের শোক
নিজস্ব প্রতিবেদক, বরিশালের গৌরনদী উপজেলার বাটাজোর ইউনিয়নের লক্ষনকাঠি সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক ও বিশিষ্ট কবি-লেখক তাছলিমা বেগমের (¯িœগ্ধ নীলিমা) মা মুনসুরুন নেছা (৭২) বাধ্যর্কজনিত কারনে রোববার উজিরপুর উপজেলার খোলনা গ্রামের নিজ বাড়িতে ইন্তেকাল করেন (ইন্না লিল্লাহে………….রাজেউন)। পরের দিন মরহুমার নামাজে জানাজা শেষে পারিবারিক গোরস্থানে দাফন করা হয়। মৃত্যুকালে তিনি তিন ছেলে ও দুই কন্যাসহ বহু আত্মীয় স্বজন রেখে যান। তার মৃত্যুতে শোক প্রকাশ করে ও পরিবারের প্রতি সমবেদনা জানিয়েছেন গৌরনদী বিআরডিবির সাবেক চেয়ারম্যান ও গৌরনদী চন্দ্রদ্বীপ সাহিত্য সমাজের সভাপতি সিনিয়র সাংবাদিক জহুরুল ইসলাম জহির, বাটাজোর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আব্দুর রব হাওলাদার, সদস্য আব্দুল মান্নান, গৌরনদী চন্দ্রদ্বীপ সাহিত্য সমাজের সম্পাদক কবি রেজাউল করিম, গৌরনদী উপজেলা প্রধান শিক্ষক সমিতির সভাপতি মোঃ কুতুব উদ্দীন ও সাধারন সম্পাদক বি.এম. ইউনুস, আল হেলাল একাডেমীর প্রধান শিক্ষক আব্দুস সালাম, কবি আবুল বাশার, কবি ফতেমা জান্নাত চাদনী, কবি ঝর্না দাস লাবনী, কবি চায়না দেবনাথ, উজিরপুরের কবি জয়নাল আবেদীন, চিত্র শিল্পি ও কবি মোঃ খলিলুর রহমান, বাবুগঞ্জ উত্তরন সাংস্কৃতিক সংঘের সভাপতি কাজী বোরহানুল ইসলাম, ইতিহাসবিদ ও গবেষক অধ্যাপক আব্দুল হাকিম।