গৌরনদী
গৌরনদীতে দুটি বাসের মুখোমুখি সংঘর্ষের ঘটনায় মামলা দায়ের
নিজস্ব প্রতিবেদক, ঢাকা-বরিশাল মহাসড়কের গৌরনদী উপজেলার গাইনেরপাড় নামক এলাকায় মঙ্গলবার দুপুরে যাত্রীবাহী বিআরটিসি-বিএমএফ বাসের মুখোমুখি সংঘর্ষের ঘটনায় বুধবার গৌরনদী হাইওয়ে থানায় একটি মামলা দায়ের করা হয়েছে। বিআরটিসি বাসের চুক্তিভিত্তিক মালিক (লিজগৃহীতা) আমিরুল ইসলাম বাদি হয়ে মামলাটি করেন।
গৌরনদী হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোঃ মনিরুল ইসলাম ভূঁইয়া জানান, মঙ্গলবার যাত্রীবাহী বিআরটিসি-বিএমএফ বাসের মুখোমুখি সংঘর্ষের ঘটনায় বুধবার দুপুরে বিআরটিসি বাসের চুক্তিভিত্তিক মালিক (লিজগৃহীতা) আমিরুল ইসলাম বাদি হয়ে বিএমএফ পরিবহনের অজ্ঞাতনামা চালককে আসামি করে গৌরনদী হাইওয়ে থানায় মামলা দায়ের করেন। অপরদিকে নিহতঅজ্ঞাতনামা ব্রক্তি পরিচয় পাওয়ঙা গেছে। নিহত অজ্ঞাতনামা ব্যক্তি হলেন বিআরটিসি বাসের চালক ও নওগা জেলার মহাদেব উপজেলার শেরপুর গ্রামের জহর আলীর পুত্র মুকুল হোসেন। ময়না তদন্তের পর বুধবার চালকের লাশটি পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে।
উল্লেখ বরিশাল থেকে ছেড়ে আসা মাওয়াগামি বিআরটিসিবাস ঢাকা মেট্রোব-১১-১২৪৪ মঙ্গলবার দুপুর দেড়টার দিকে ঢাকা-বরিশাল মহাসড়কের গৌরনদী উপজেলার গাইনেরপাড় নামক স্থানে পৌছলে বিপরীত দিক থেকে ছেড়ে আসা বামনাগামি বিএমএফ লিয়ন পরিবহন ঢাকা মেট্রো ব-১৪-০৬৭৫ মুখোমুঠি সংঘর্ষের ঘটনা ঘটে। দূর্ঘটনা কবলিত বাস দুমরে মুচড়ে যায়। এ সময় ঢাকা-বরিশাল মহাসড়কে প্রায় তিন ঘন্টা যানবাহন চলাচল বন্ধ থাকে। বাসের মুখোমািখ সংঘর্ষে কমপক্ষে ২৫জন আহত হয়। চিকিৎসাধীন অবস্থায় বিআরটিসির চালক মুকুল হোসেন মারা যায়।