Gournadi24.com
গৌরনদী ২৪ ডটকম | logo
ঢাকা, ৪ঠা জুলাই, ২০২৫ খ্রিস্টাব্দ | ২০শে আষাঢ়, ১৪৩২ বঙ্গাব্দ
    • প্রচ্ছদ
    • প্রধান সংবাদ
    • গৌরনদী
    • বরিশাল
    • সারাদেশ
    • খেলা
    • বিনোদন
    • সম্পাদকীয়
    • বাংলা কনভার্টার
    • ইমেজ অপ্টিমাইজেশন
    • প্রচ্ছদ
    • প্রধান সংবাদ
    • গৌরনদী
    • বরিশাল
    • সারাদেশ
    • খেলা
    • বিনোদন
    • সম্পাদকীয়
    • বাংলা কনভার্টার
    • ইমেজ অপ্টিমাইজেশন
    মেনু

    গৌরনদী

    গৌরনদীতে টর্নেডো গাছ উপরে পরে মহাসড়কে যান চলাচল বন্ধ, ৬ গ্রামে ৫০টি বাড়ি বিধস্ত, আহত-১৫

    | ১৬:২১, জুলাই ১৮ ২০১৬ মিনিট

    gournadi photo  ta 01022222222
    নিজস্ব প্রতিবেদক, গৌরনদী২৪ ডটকম ঃ বরিশালের গৌরনদী উপজেলা বার্থী ইউনিয়নে গত রবিবার রাতে অকস্মীকভাবে টর্নেডোতে ইউনিয়নের ছয়টি গ্রামের আংশিক অংশ ল-ভ- হয়ে গেছে। টর্নেডোতে গ্রামের প্রায় ৫০টি ঘরবাড়ি বিধস্থ ও ১৫ জন আহত হয়েছে। ঢাকা- বরিশাল মহাসড়কে গাছ পড়ে এক ঘন্টা মহাসড়কে সব ধরনের যানবাহন চলাচল বন্ধ থাকে। বরিশাল পল্লী বিদ্যুৎ সমিতির প্রধান লাইনের খুটি ভেঙ্গে ও ৮টি ট্রান্স ফরমা বিকল হয়ে া বিদ্যুৎ সংযোগ বন্ধ থাকে।

    ক্ষতিগ্রস্থ পরিবার ও সংশ্লিষ্টদের সঙ্গে কথা বলে জানা গেছে, গত রবিবার রাত সাড়ে ৮টার দিকে বার্থী ইউনিয়নের বার্থী, গোরক্ষডোবা, বড়দুলালী, তারাকুপি, উত্তর বাউরগাতি, পশ্চিম বাউরগাতি গ্রামের উপর দিয়ে আকস্মীক টর্নেডোতে গ্রাম ছয়টি ল-ভ- হয়ে যায়। কিছু বুঝে উঠার আগেই ধ্বংসযজ্ঞে পরিনত হয় ইউনিয়নের আংশিক এলাকা।  টর্নেডোনে বাড়িঘর, গাছপালা, বৈদ্যুতিক খুটিসহ মুহুতেই মাটির সঙ্গে মিসে গেছে। প্রত্যক্ষদর্শী বড়দুলালী গ্রামের রতন খান(৫০), ইদ্রিস সরদার(৪৫) গোরক্ষডোকবা গ্রামের আবু আবদুল(৫২) জানান, টর্নেডো শুরুতে মনে হয়েছিল খুব নিচু থেকে স্ফুলিঙ্গবাহী  কোন হেলিকাপ্টার ধেয়ে এসে সব ভেঙ্গে চুরে চুরমার করে দিচ্ছে। কেই কেই বলেন, তারা  বিকট শব্দশুনে আকাশের দিকে তাকালে আগুনের কু-লী দেকতে পান এবং নিমিষেই সব শেষ করে দিয়ে গেছে। এক থেকে দেড় মিনিটের  মিনিটের স্থায়ী টর্নেডোতে  ইউনিয়নের ছয়টি গ্রাম ধ্বসযজ্ঞে পরিনত হয়।

    সরেজমিনে গিয়ে দেখা যায়, বার্থী ইউনিয়নের ছয়টি গ্রামের বুক চিড়ে টর্নেডো আঘাত করেছে। ফলে গ্রামের অসংখ্য গাছপালা পরে আছে। প্রায় ৪০টি ঘরবাড়ি বিধস্থ হয়ে গেছে। টর্নেডোতে পরে গ্রামের ১০ জন আহত হন। গুরতর আহতরা হলেন, তারেক মাঝি (৩০), কালিপদ মজুমদার(৫০), অমল মজুমদার(৫৫), মৃত্যুঞ্জয় রায়(৫২), সুবল দাস(৪০), নিরাঞ্জন ম-ল(৩২)। তাদেরকে উপজেলা স্বাষ্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে। গৌরনদী ফায়ার সার্ভিস ষ্টেশনের ইচার্জ অধির কুমার হালদার জানান, টর্নেডোতে ঢাকা –বরিশাল মহাসড়কে ১৫টি গাছ উপরে পরে সাড়ে ৮টা থেকে সাড়ে ৯টা পর্যন্ত সব ধরনের যানবাহন চলাচল বন্ধ থাকে। ফায়ার সার্ভিস কর্মি ও পুলিশ ও স্থানীয়রা চেষ্টা চালিয়ে মহাসড়কে যানবাহন চলাচল স্বাভাবিক করেন। এতে মহাসড়কের দুই পাশে শত শত যানবাহন আটকা পড়ে শত শত মানুষকে দুর্ভোগ পোহাতে হয়। বরিশাল পল্লীবিদ্যুৎ সমিতি-২ গৌরনদী জোনাল অফিসের ডিজিএম, মো. ফজলুল হক জানান, টর্নেডোতে বিদ্যুৎ বিভাগের অনেক ক্ষতি হয়েছে। প্রধা লাইনের দুটি ভেঙ্গে যায়, বিভিন্ এলাকার তা ছিড়ে পরে এব ং৮টি ট্রনাসফর্মা বিকল হয়ে যায়। এতে জোনাল অফিসের আওতায় ৮ঘন্টা বিদ্যুৎ বিচ্ছিনা থাকে। এবং ও রিপের্ট লেখা পর্যন্ত বার্থী ইউনিয়নে বিদ্যুৎ বন্ধ রয়েছে।
    বার্থী ইউনিয়নের ২নং ওয়ার্ডের সদস্য মো. খাইরুল আলম জানান, টর্নোডোতে চয়টি গ্রামের ৫০টি ঘরবাড়ি সম্পূর্ন ও শতাধিক ঘরবাড়ি আংশিক ক্ষতিগ্রস্থ হয়েছে। এছাড়া চয় গ্রামের প্রা য়শতাধিক পানচার্ষী পান বরজ বিনষ্ট হয়েছে। উত্তর মাদ্রা গ্রামের পান চাষী সুনীল মিস্ত্রী(৬৫), তারাকুপি গ্রামের শাহজাহান মিয়া(৪৫)সহ অনেকেই জানান, এক মুহুর্তের টর্নেডোতে তাদের নিঃশ্ব করে দিয়ে গেছে। টর্নোডোতে গৃহহীন হয়ে পড়েছে অনেক পরিবার তারা জানান, এক মুহুর্তের টর্নেডো তাদে কে আশ্রহীন করে দিয়েছে।  গৌরনদী উপজেলা নির্বাহী অফিসার মো. মাহবুব আলম বলেন,  ক্ষতিগ্রস্থ এলাকা পরিদর্শন করে ক্ষয়ক্ষতির পরিমান নিরুপন করে উর্ধতন কর্তৃপক্ষ ও ত্রান দূর্যোগ মন্ত্রনালয়সহ সংশ্লিষ্টদের অবহিত করা হয়েছে। নির্দেশ পাওয়া পরেই সর্বাত্মক সহায়তা প্রদান করা হবে।

    Post Views: ২,০৬২

    Share this:

    • Facebook
    • Twitter

    সংশ্লিষ্ট খবর

    • গৌরনদীতে ফল উৎসব ও কবি সাহিত্যিকদের মিলন মেলা অনুষ্ঠিত
    • গৌরনদী উপজেলা ও পৌর মহিলা দলের কমিটি ঘোষনা
    • বেদে সম্প্রদায়কে বহনকারী ট্রাক উল্টে ডোবায়, নিহত ২ আহত-২১
    • গৌরনদীতে বিনামূল্যে বীজ-কীটনাশক-সার ও চারা বিতরন অনুষ্ঠান
    • মহানবীকে নিয়ে কটুক্তিকারী তমাল বৈদ্যের বিচারের দাবীতে আগৈলঝাড়ার ইউএনওর কাছে স্মারকলিপি প্রদান
    • মোংলায় দূষণরোধে পাটের পলিথিন বিতরণ, পরিচ্ছন্নতা অভিযান, র‌্যালী ও আলোচনা সভা
    • গৌরনদীতে বিএনপি নেতার ছেলের হামলায় দুই ব্যবসায়ী জখম, প্রতিবাদে বিক্ষোভ ও ধর্মঘট
    Top