গৌরনদী
গৌরনদীতে রাতের আঁধারে সরকারি খাল দখল করে অবৈধ স্থাপনা নির্মাণ
নিজস্ব প্রতিবেদক, রাতের আঁধারে বরিশালের গৌরনদী উপজেলার পুরোনো ঐতিহ্যবাহী বার্থী তাঁরা মন্দিরের উত্তর পাশে সরকারি জমি দখল করে অবৈধ স্থাপনা নির্মান শুরু করা হয়েছে বলে অভিযোগ পাওয়া গেছে। স্থানীয় প্রশাসনের কাছে অবৈধ স্থাপনা অপসারনের দাবি জানিয়েছেন এলাকাবাসি।
স্থানীয়রা জানান, গত কয়েকদিন যাবত উপজেলার বার্থী বাজার ও বার্থী তাঁরা মন্দিরের উত্তর পাশে বরিশাল-ঢাকা মহাসড়কের পাশে রাতের আঁধারে সরকারি খালের মধ্যে অবৈধ স্থাপনা নির্মাণ কাজ চালিয়ে আসছেন বার্থী ইউনিয়ন পরিষদের সদস্য আব্দুল করিম লস্কর। এনিয়ে স্থানীয় ভাবে ক্ষোভ বিরাজ করলেও ভয়ে কেউ মুখ খুলতে সাহস পাচ্ছেননা। ইউপি সদস্য আব্দুল করিম লস্কর অবৈধ স্থাপনা নির্মাণ প্রসঙ্গে মুঠো ফোনে বলেন, আমাদের বসার কোন ঘর নেই তাই এলাকার যুবকরা মিলে একটি দোকান ঘর নির্মাণ করছি।
এবিষয়ে গৌরনদী উপজেলা নির্বাহী অফিসার বিপিন চন্দ্র বিশ্বাস জানান, সরকারি জমিতে অবৈধভাবে স্থাপনা নির্মানের কোন সুযোগ নেই। ইতিমধ্যে বিষয়টি জানতে পেরে অবৈধ স্থাপনা সরিয়ে নিতে বলা হয়েছে। এরপরও কেউ নির্মান কাজ অব্যাহত রাখলে আইনগত ব্যবস্থা নেয়া হবে।