গৌরনদী
আগৈলঝাড়া-গৌরনদী করোনা হেল্প সেন্টারে কেন্দ্রীয় বিএনপির ঔষধ ও চিকিৎসা সামগ্রী প্রদান
নিজস্ব প্রতিবেদক, বৈশি^ক মহামারী করোনা প্রতিরোধে গঠিত বিএনপির কেন্দ্রিয় করোনা সেল দেশের জেলা ও উপজেলা পর্যায়ে ব্যাপক কর্মসূচী গ্রহন করেছে । বারশাল -১ আসনের সাবেক সংসদ সদস্য ও বিএনপি নেতা জহির উদ্দিন স্বপনের নেতৃত্বে গৌরনদী ও আগৈলঝাড়া উপজেলায় ”বিএনপি করোনা সেলের কর্মকান্ড পরিচালিত হচ্ছে। বিএনপির কেন্দ্রিয় করোনা সেলের আহবায়ক ও জাতীয় স্থায়ী কমিটির সদস্য ইকবাল হাসান মাহামুদ টুকু আনুষ্ঠনিকভাবে গৌরনদী ও আগৈলঝাড়া উপজেলায় সর্ব প্রথম এ কর্মসূচীর উদ্ধোধন করেন।
স্থানীয় পর্যায়ে করোনা প্রতিরোধ ও প্রাথমিক স্বাস্থ্য সেবা প্রদান কার্যক্রম সহযোগিতা করতে দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যানের নির্দেশনা ও পরামর্শক্রমে এ সকল সেলকে দলের পক্ষ থেকে ঔষধসহ বিভিন্ন স্বাস্থ্যসামগ্রী বিতারন করা হয়। বিএনপির কেন্দ্রিয় নেতা জহির উদ্দিন স্বপন দলের কাছ থেকে প্রাপ্ত স্বাস্থ্যসামগ্রী আনুষ্ঠানিকভাবে করোনা সেল নেতৃবৃন্দদের কাছে হস্তন্তর করেন। এসময় অন্যান্যদের মাঝে উপস্থিত ছিলেন গৌরনদী পৌর বিএনপির সাবেক সভাপতি মিজানুর রহমান খান মুকুল, গৌরনদী উপজেলা বিএনপির সাবেক সহ-সভাপতি রফিকুল ইসলাম কাজল, আগৈলঝাড়া উপজেলা বিএনপির নেতা সরোয়ার হোসেন মিয়া, গৌরনদী পৌর যুবদলের সাবেক সাধারন সম্পাদক ও জেলা উত্তর যুবদল নেতা কামরুজ্জামান খোকন, গৌরনদী উপজেলা যুবদলের সাবেক সহ-সভাপতি শামীম আহমেদ, উপজেলা বিএনপির নেতা এডভোকেট এস এম মনিরুজ্জামান, গৌরনদী পৌর বিএনপির সাবেক সাধারন সম্পাদক জহির সাজ্জাদ হান্নান শরীফসহ নেতৃবৃন্দ। উল্লেখ্য, গত বছর করোনা প্রতিরোধে জহির উদ্দিন স্বপনের নেতৃত্বে গঠিত ইমার্জেন্সি রেসপন্স টীম সামগ্রিকভাবে বিএনপির করোনা সেল সহযোগী হিসেবে কাজ করে চলছে।