গৌরনদী
সরকারি গৌরনদী বিশ্ববিদ্যালয় কলেজ ছাত্রীর আত্মহত্যা, চিরকুট উদ্ধার
নিজস্ব প্রতিবেদক, বরিশালের সরকারি গৌরনদী বিশ্ববিদ্যালয় কলেজের দ্বিতীয় বর্ষের ছাত্রী কাকলি আক্তার (১৯) নিজ বাড়িতে গলায় ওড়না পেচিয়ে সিলিং ফ্যানের সঙ্গে ঝুলে আত্মহত্যা করেছে। পুলিশ শুক্রবার লাশ উদ্ধার করে ময়না তদন্তের জন্য বরিশাল মর্গে পাঠিয়েছে। এ সময় পুলিশ একটি সুইসসাইড নোট উদ্ধার করেছে।
পুলিশ জানায়, বরিশালের আগৈলঝাড়া উপজেলার গৈলা ইউনিয়নের দাসপট্রি গ্রামের দিনমুজর কালাম বয়াতির কন্যা ও সরকারি গৌরনদী বিশ্ববিদ্যালয় কলেজের দ্বিতীয় বর্ষের ছাত্রী কাকলি আক্তার (১৯) বৃহস্পতিবার রাতে বসত ঘরে নিজ শয়ন কক্ষে গলায় ওড়না পেচিয়ে সিলিং ফ্যানের সঙ্গে ঝুলে আত্মহত্যা করেছে। পরিবারের লোকজন বিষয়টি পুলিশকে জানালে পুলিশ ঘটনাস্থলে পৌছে লাশ উদ্ধার করে ময়না তদন্তের জন্য শুক্রবার বরিশাল শের ই বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরন করেছে। এসময় কলেজ ছাত্রীর হাতের মুঠে রাখা একটি সুইসসাইড নোট উদ্ধার করেছে। কলেজ ছাত্রীর বাবা কালাম বয়াতি বলেন, অনেক কষ্ট করে ওরে কলেজে ভর্তি করছি। আশা ছিল লেখা পড়া কইররা অনেক বড় মানুষ অইেেব, মোগো দুঃখ ঘোচাবে কিন্তু মোর সব শেষ হইয়া গেল। কি কারনে আত্মহত্যা করেছে জানতে চাইলে তিনি কিছুই জানেন না বলে জানান।
আগৈলঝাড়া থানার পরিদর্শক (ওসি তদন্ত) মোঃ মাজাহারুল ইসলাম বলেন, কলেজ ছাত্রীর মৃত্যুর বিষয়টি রহস্যজনক তবে একটি সুইসসাইড নোট উদ্ধার করা হয়েছে। তাতে লেখা রয়েছে, আমার মৃত্যুর জন্য কেউ দায়ি না, নিজের ইচ্ছায় দুনিয়া ত্যাগ করেছি। আমার মৃত্যুর পরে কেহ আমার বাবা-মাকে কোনরুপ জেরা করিবে না। আমি একজন এডাল্ট মেয়ে তাই তাই আমার নিজের সিদ্বান্ত নেওয়ার এখতিয়ার রয়েছে। দাদা, তোরা বাবা মাকে দেখিস, তাদের কখানো কষ্ট দিস না। আজ থেকে তোর বোন একজন হয়ে গেল। ভাবিকে লিখেছে, ভাবি ভাইয়া, আপু ও বাবা মাকে ভালবাসিও তাদের কষ্ট দিও না। পারলে আমাকে ক্ষমা করে দিও। এ ঘটনায় শুক্রবার থানায় একটি ইউডি মামলা দায়ের করা হয়েছে।


