গৌরনদী
টরকী বন্দরে ডাকাতি, গ্রেপ্তারকৃত দুই আসামির রিমান্ড চেয়ে আবেদন
নিজস্ব প্রতিবেদক, বরিশালের গৌরনদী উপজেলার টরকী বন্দর পুলিশ ক্যাম্পের অদূরে ঐতিহ্যবাহি টরকী বন্দরে শনিবার রাতে দূধর্ষ ডাকাতির ঘটনায় জড়িত থাকা সন্দেহে সোমবার দুই আসামিকে গ্রেপ্তার করা হয়। ওই দুই আসামিকে মঙ্গলবার বরিশাল অতিরিক্ত চীফ জুডিশিয়াল আদালতে হাজির করে দুই দিনের রিমান্ড চেয়ে আবেদন করেছে মামলার তদন্তকারী কর্মকর্তা ও গৌরনদী মডেল থানার উপ-পরিদর্শক (এসআই) মোঃ কামাল হোসেন।
টরকী বন্দরে ডাকাতির ঘটনায় দায়ের করা মামলার তদন্তকারী কর্মকর্তা ও গৌরনদী মডেল থানার উপ-পরিদর্শক (এসআই) মোঃ কামাল হোসেন জানান, সোমবার গৌরনদী উপজেলার বড় কসবা ও টরকীরচর এলাকায় অভিযান চালিয়ে ডাকাতির সাথে সম্পৃক্ত সন্দেহে আলী হোসেন (৪২) ও আরিফ ফকিরকে (২৬) গ্রেপ্তার করা হয়। মঙ্গলবার গ্রেপ্তারকৃত দুই আসামি বরিশাল অতিরিক্ত চীফ জুডিশিয়াল আদালতে সোপর্দ করা হযেছে। এ সময় দুই অসামির ৭ দিন করে রিমান্ড চেয়ে আবেদন করা হয়েছে। শনিবার দিবাগত রাতে টরকী পুলিশ ক্যাম্পের অদূরে টরকী বন্দরে মুখোশ পড়া অস্ত্রধারী ৪৫/৫০ জনের ডাকাত দল টরকী বন্দরে উত্তরপূর্ব প্রান্তে বড় ব্রীজের উপর ও টরকী বন্দরের ভিতরে দুটি চেক পোষ্ট বসিয়ে ডাকাতি সংগঠিত করে। ডাকাতরা টরকী বন্দরের রায় পট্রি ৬টি, মন্দির গলি ৫টি ও মধ্য চরে ২টি দোকানের তালা বিশেষ যন্ত্র দ্বারা ভেঙ্গে ভিতরে প্রবেশ ফিল্মি ষ্টাইলে ডাকাতি করে নির্বিগ্নে চলে যায়। এ ঘটনায় বন্দরের ব্যবসায়ী ও সুন্দরদী মহল্লার গোবিন্দ সাহার পুত্র মানিক সাহা বাদি হয়ে অজ্ঞাতনামা ২৫ জনকে আসামি করে সোমবার দুপুরে একটি মামলা দায়ের করেছে।