গৌরনদী
গৌরনদীতে কলেজ ছাত্রকে কুপিয়ে জখম
নিজস্ব প্রতিবেদক, পূর্ব শত্রæতার জেরধরে বাজার থেকে ডেকে নিয়ে আকাশ সিকদার (২০) নামের এক কলেজ ছাত্রকে কুপিয়ে রক্তাক্ত জখম করার অভিযোগ পাওয়া গেছে। সোমবার সকালে গুরুতর অবস্থায় তাকে শেবাচিম হাসপাতালে ভর্তি করা হয়েছে। আহত আকাশ বরিশালের গৌরনদী উপজেলার উত্তর ধানডোবা গ্রামের মিজান সিকদারের পুত্র। এ ঘটনায় থানায় লিখিত অভিযোগ দায়ের করা হয়েছে।
অভিযোগ ও আহতের স্বজনদের সূত্রে জানা গেছে, গত শনিবার রাত এগারটার দিকে ধানডোবা গ্রামের মোক্তার বাজার নামক এলাকায় মশার কয়েল ক্রয়ের জন্য যায় কলেজ ছাত্র আকাশ। এসময় আকাশকে কৌশলে বাজারের পাশে বালুর মাঠে নিয়ে যায় একই গ্রামের আল আমিন ও তাওহিদ নামের দুই যুবক। সেখানে আগে থেকেই অবস্থান নেয়া একই গ্রামের খালেক সরদার, সাইমুন ঘরামী, ফারুক সিকদার, শাহাদাত সিকদার ও মিঠু সিকদার পূর্ব বিরোধের জেরধরে কলেজ ছাত্র আকাশকে এলোপাতারী কুপিয়ে ও পিটিয়ে রক্তাক্ত জখম করে। তার ডাকচিৎকারে স্থানীয়রা এগিয়ে আসলে হামলাকারীরা পালিয়ে যায় । পরবর্তীতে তাকে উদ্ধার করে প্রথমে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়। অবস্থার অবনতি ঘটলে গতকাল সোমবার তাকে শেবাচিম হাসপাতালে ভর্তি করা হয়। অভিযোগের ব্যাপারে জানতে চাইলে অভিযুক্ত আমিন ও তাওহিদ অভিযোগ অস্বীকার করে বলেন, ঘটনার সাথে আমরা জড়িত নই। রাতের আধারে কেবা কাহারা ঘটনা ঘটিয়েছে সে সম্পর্কে আমরা কিছু জানি না। অভিযোগ প্রাপ্তির বিষয়টি নিশ্চিত করে গৌরনদী মডেল থানার ভারপ্রাপ্ত র্ককর্তা (ওসি) মোঃ আফজাল হোসেন বলেন, এবিষয়ে তদন্ত করে পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহন করা হবে।


