বরিশাল
গৌরনদীতে জাতীয় শোক দিবস পালিত
নিজস্ব প্রতিবেদক, বিন¤্র শ্রদ্ধা আর নানা কর্মসূচীর মধ্য দিয়ে সারাদেশের ন্যায় বরিশালের গৌরনদীতে পালিত হয়েছে জাতীয় শোক দিবস ২০২১। রবিবার সকালে উপজেলা মুক্তিযোদ্ধা কমপ্লেক্সের সামনে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের প্রতিকৃতিতে শ্রদ্ধাঞ্জলি নিবেদন করেন উপজেলা প্রশাসনের পক্ষে সহকারী কমিশনার (ভূমি) আরিফুল ইসলাম, উপজেলা পরিষদের পক্ষে উপজেলা চেয়ারম্যান সৈয়দা মনিরুন নাহার মেরী, পৌর সভার পক্ষে পৌর মেয়র মোঃ হারিছুর রহমান, গৌরনদী সার্কেলের এএসপি আব্দুর রব হাওলাদার, মডেল থানার ওসি আফজাল হোসেন, হাইওয়ে থানার ওসি মনিরুল ইসলাম। এ ছাড়াও মুক্তিযোদ্ধা সংসদ ও বিভিন্ন সামাজিক সংগঠনের নেতৃবৃন্দরা জাতির পিতার প্রতিকৃতিতে শ্রদ্ধা নিবেদন করেন ।


