বরিশাল
আগৈলঝাড়ায় চুরির অভিযোগে শিশু নির্যাতন ও চুল কেটে দেয়ার ঘটনায় মামলা দায়ের, গ্রেপ্তার-১
নিজস্ব প্রতিবেদক, বরিশালের আগৈলঝাড়া উপজেলার গৈলা বাজারে মোবাইল ব্যবসায়ী অলি টেলিকমের দোকান থেকে মোবাইল চুরির অভিযোগে সজীব সরদার (১৪) নামে এক শিশুকে অমানবিক নির্যাতন করার এক পয়ায়ে বিকৃতভাবে শিশুর মাথার চুল কেটে বাজারে ঘোরানোর অভিযোগ পাওয়া গেছে। এ ঘটনায় নির্যাতিত শিশুর বাবা লাল মিয়া সরদার বাদি হয়ে অলি টেলিকমের মালিকসহ তিনজনের নাম উল্লেখ ও অজ্ঞাতনামা আরো ৫ জনকে আসামি করে শনিবার রাতে একটি মামলা দায়ের করেন। পুলিশ অভিযান চালিয়ে অলিল টেলিকমের মালিক আহসান হাবিবকে (৩০) গ্রেপ্তার করে রোববার আদালতের মাধ্যমে বরিশাল কেন্দ্রীয় কারাগারে পাঠিয়েছে।
প্রত্যক্ষদর্শী, স্থানীয় লোকজন ও পুলিশ জানান, আগৈলঝাড়া উপজেলার গৈলা বাজারে মোবাইল ব্যবসায়ী অলি টেলিকমের দোকান থেকে শনিবার সন্ধ্যায় একটি মোবাইল চুরি হয়। এ সময় দোকান মালিক সিসি ক্যামেরায় একই উপজেলার গৈলা ইউনিয়নের উত্তর শিহিপাশা গ্রামের ভ্যান চালক মোঃ লাল মিয়া সরদারের ছেলে সজীব সরদারকে দোকানের সামনে ঘোরাফেরা করতে দেখেন। পরে সজীবকে চোর সন্দেহে করে দোকান মালিক আহসান হাবিব, তার সহযোগী সৌরভ মোল্লা (২৬) ও তাওহীদ খান (১৬) সজীবকে বাড়ি থেকে ধরে আনেন। জিজ্ঞাসাবাদের নামে দোকানের মধ্যে আটকে মারধরসহ অমানবিকভাবে শারীরিক নির্যাতন করে এক পর্যায়ে জোরপূর্বক বিকৃতভাবে শিশুর মাথার চুল কেটে দেয় বাজারে ঘুরিয়ে আটকে রাখে। পরে বাজারের লোকজন পুলিশকে খবর দিলে পুলিশ ঘটনাস্থলে পৌছে রাত ৯টায় শিশুটিকে উদ্ধার করে । শিশুর বাবা হতদরিদ্র ভ্যান চালক লাল মিয়া সরদার অভিযোগ করে বলেন, আমার নির্দোশ ছেলেকে ওরা বাড়ি থেকে ধরে এনে পিটিয়ে গুরুতরভাবে আহত করেছে। এতেও ক্ষেন্ত হয়নি তারা জোর করে ছেলে মাথার চুল কেটে দিয়ে বাজারের শত শত মানুষের মধ্যে চোর চোর বলে ঘুরায় এবং উল্লাস করে।
অভিযোগের ব্যপারে জানতে চাইলে এ বিষয়ে কোন কথা বলতে রাজি হননি অলি টেলিকমের মালিক গ্রেপ্তারকৃত আহসান হাবিব। আগৈলঝাড়া থানার পারিদর্শক (ওসি তদন্ত) মোঃ মাজাহারুল ইসলাম বলেন, খুবই অমানবিকভাবে শিশুটিকে নির্যাতন করা হয়েছে এবং মাথার চুল কেটে দেওয়া হয়েছে। এ ঘটনায় নির্যাতিত শিশুর বাবা লাল ময়িা সরদার বাদি হয়ে শনিবার গভীর রাতে গৈলা বাজারের অলি টেলিকমের মালিক আহসান হাবিবসহ তিনজনের নাম উল্লেখ ও অজ্ঞানামা আরো ৫ জনকে আসামি করে একটি মামলা দায়ের করেছে। পুলিশ গৈলা বাজারে অভিযান চালিয়ে এজাহারভূক্ত প্রধান আসামি আহসান হাবিবকে গ্রেপ্তার করে রোববার জেল হাজতে পাঠিয়েছে।