বরিশাল
গৌরনদীতে সাবেক ইউপি সদস্যকে পিটিয়ে জখম, মামলা দায়ের
নিজস্ব প্রতিবেদক, বরিশালের গৌরনদী উপজেলার বার্থী ইউনিয়নে ৭নং ওয়ার্ডে আধিপত্য বিস্তার ও সদ্যসমাপ্ত ইউনিয়ন পরিষদ নির্বাচনে প্রতিহিংসার জের ধরে সাবেক ইউনিয়ন পরিষদ সদস্য মোঃ শহিদুল ইসলাম সিকদারের (৩৬) উপর হামলা চালিয়ে পিটিয়ে রক্তাক্ত জখম করেছে ওই ওয়ার্ডের নব-নির্বাচিত ইউনিয়ন পরিষদ সদস্য মোঃ শিমুল সরদার (৩৮)। এ ঘটনায় শনিবার আহত শহিদুল ইসলাম বাদি হয়ে ১০ জনকে আসামি করে গৌরনদী মডেল থানায় একটি মামলা দায়ের করেছে।
পুলিশ জানায়, গৌরনদী উপজেলার বার্থী ইউনিয়নে ৭নং ওয়ার্ডে আধিপত্য বিস্তার ও সদ্যসমাপ্ত ইউনিয়ন পরিষদ নির্বাচনে প্রতিদ্বন্ধীতা করার বিরোধকে কেন্দ্র করে সাবেক সদস্য শহিদুল ইসলামের সঙ্গে নব-নির্বাচিত সদস্য শিমুল সরদারের বিরোধ চলে আসছিল। পূর্ব শত্রæতার জের ধরে সাবেক সদস্য শহিদুলে ইসলামের উপর দলবল নিয়ে হামলা চালায় বর্তমান সদস্য শিমুল সরদার।
শহিদুল ইসলাম সিকদার অভিযোগ করে বলেন, আমি বাড়ি থেকে বের হয়ে ভ্যানযোগে ধানডোবা বাজারে যাওয়ার পথে শুক্রবার সন্ধ্যায় মোক্তার বাজারে পৌছলে হত্যার উদ্দেশ্যে পূর্ব পরিকল্পিতভাবে শিমুল সরদারের নেতৃত্বে তার ১০/ ১২ জন সমর্থকদের নিয়ে দেশীয় অস্ত্রশস্ত্রে সজ্জিত হয়ে আমার পথরোধ করে। আমি কিছু বুঝে উঠার আগেই অতর্কিতভাবে আমার উপর হামলা চালিয়ে পিটিয়ে রক্তাক্তভাবে জখম করেছে। মূমূর্ষ অবস্থায় স্থানীয়রা আমাকে উদ্ধার করে গৌরনদী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করে।
অভিযোগের ব্যাপারে নব-নির্বাচিত সদস্য শিমুল সরদারের কাছে জানতে চাইলে তিনি বলেন, ঘটনার সঙ্গে আমি জড়িত না। তবে আমার সমর্থক মোবারক হোসেন, বেলাল হোসেনের সঙ্গে শহিদের ঝগড়াঝাটির এক পর্যায়ে তাদের মধ্যে হাতাহাতির ঘটনা ঘটেছে। গৌরনদী মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোঃ আফজাল হোসেন বলেন, এ ঘটনায় হাসপাতালে চিকিৎসাধীন সাবেক সদস্য শহিদুল ইসলাম বাদি হয়ে নব-নির্বাচিত সদস্য শিমুল সরদারসহ ৫ জনের নাম উল্লেখ করে অজ্ঞাতনামাসহ ১০ জনকে আসামি করে শনিবার থানায় একটি মামলা দায়ের করেছে। আসামিদের গ্রেপ্তারে জোর চেষ্টা অব্যহত রয়েছে।


