বরিশাল
উজিরপুরে সপ্তম শ্রেনীর ছাত্রী ধর্ষনের সালিস বৈঠক থেকে দুই আসামি গ্রেপ্তার
নিজস্ব প্রতিবেদক, বরিশালের উজিরপুর উপজেলার বরাকোঠা ইউনিয়নের গড়িয়াগাভা গ্রামে সপ্তম শ্রেনীর ছাত্রীকে (১৩) ধর্ষনের ঘটনার সালিস বৈঠকের আয়োজন করে বরাকোঠা ইউনিয়নের ৯ নং ওয়ার্ডের ইউপি সদস্য মামুন হাওালাদার। বৃহস্পতিবার রাতে ওই ইউপি সদস্যর বাড়িতে সালিশ বৈঠক চলাকালে উজিরপুর মডেল থানার পুলিশ বৈঠক থেকে দুই আসামিকে গ্রেপ্তার করে শুক্রবার আদালতে সোপর্দ করেছে।
এজাহার ও পুলিশ জানান, উজিরপুর উপজেলার বরাকোঠা ইউনিয়নের গড়িয়া গ্রামের জামাল ঘরামীর ছেলে দুই সন্তানের জনক জসিম ঘরামীর (৩৫) সঙ্গে মিস কলে মুঠোফোনের মাধ্যমে স্কুল ছাত্রীর পরিচয় হয়। মুঠোফোনে জসমি ঘরামী নিজেকে কলেজ ছাত্র বলে পরিচয় দেন। পরবর্তিতে তাদের মধ্যে প্রেমের সম্পর্ক গড়ে উঠে। গত ২ আগষ্ট রাতে জসিম ঘরামী ফোন করে স্কুল ছাত্রী ডেকে নিয়ে একই গ্রামের তার বন্ধু ইসলাম রাড়ীর বাড়িতে নিয়ে জোরপূর্বক ধর্ষন করে। এ ঘটনায় ৩ আগষ্ট নির্যাতিতা স্কুল ছাত্রীর বাবা বাদি হয়ে জসিম ঘরামী ও তার বন্ধু ইসলাম রাঢ়ীকে আসামি করে শিশু ও নারী নির্যাত দমন আইনে একটি মামলা দায়ের করেন।
উজিরপুর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আলী আর্শোদ জানান, সপ্তম শ্রেনীর ছাত্রী ধর্ষনের ঘটনাটি স্থানীয়ভাবে সালিস মিমাংসার উদ্যোগ নেন বরাকোঠা ইউনিয়নের ৯ নং ওয়ার্ডের ইউপি সদস্য মামুন হাওলাদার। বৃহস্পতিবার রাতে মামুনের বাড়িতে সালিস বৈঠক বসে। গোপন সংবাদের ভিত্তিতে পুলিশ অভিযান চালিয়ে ধর্ষন মামলার এজাহারভুক্ত আসামি জসিম ঘরামী(৩৮) ও আল ইসলাম রাড়ীকে (৩৫) গ্রেপ্তার শুক্রবার আদালতের মাধ্যমে বরিশাল কেন্দ্রীয় কারাগারে প্রেরন করেছে।


