গৌরনদী
গৌরনদীতে ইয়াবা ব্যবসায়ী গ্রেপ্তার
নিজস্ব প্রতিবেদক, বরিশালের গৌরনদী উপজেলার টরকী বাসষ্ট্যান্ড থেকে বৃহস্পতিবার রাতে দেলোয়ার তালুকদার (৫০) নামের এক ইয়াবা ব্যবাসায়ীকে গ্রেপ্তার করেছে বরিশাল জেলা ডিবি পুলিশের সদস্যরা। গ্রেপ্তারকৃত দেলোয়ার উপজেলার কসবা গ্রামের আব্দুর রহমান তালুকদারের পুত্র। তার বিরুদ্ধে গৌরনদী মডেল থানায় একাধিক মাদক মামলা রয়েছে।
জেলা ডিবি পুলিশের উপ-পরিদর্শক (এসআই) সোহেল মোল্লাহ জানান, বৃহস্পতিবার রাতে মাদক বিক্রির সংবাদ পেয়ে টরকী বাসষ্ট্যান্ডে বরিশাল গোয়েন্দা পুলিশের একটি দল অভিযান পরিচালনা করেন। এ সময় দেলোয়ার তালুকদাকে (৫০) চ্যালেঞ্জ করলে সে দৌড়ে পালানোর চেষ্টা করে। পরে গোয়েন্দা পুলিশের সদস্যরা ধাওয়া করে তাকে আটক করে দেহ তল্লাসি করে ৩৪০ পিচ ইয়াবাসহ দেলোয়ার তালুকদারকে গ্রেপ্তার করে। রাতেই গ্রেপ্তারকৃতের বিরুদ্ধে গৌরনদী মডেল থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করা হয়েছে। গৌরনদী মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোঃ আফজাল হোসেন বলেন, দেলোয়রের বিরুদ্ধে গোয়েন্দা পলিশের দায়ের করা মাদক মামলা ছাড়াও একাধিক মাদক মামলা রয়েছে।