বরিশাল
উজিরপুরে শিশু ধর্ষনের চেষ্টা ঘটনায় মামলা, যুবক গ্রেপ্তার
নিজস্ব প্রতিবেদক, বরিশালের উজিরপুর উপজেলার বামরাইল ইউনিয়নের খোলনা গ্রামে চতুর্থ শ্রেণির ছাত্রীকে (১০) জোরপূর্বক ধর্ষনের চেষ্টার ঘটনায় মঙ্গলবার সকালে স্কুল ছাত্রীর মা বাদি হয়ে উজিরপুর মডেল থানায় একটি ধর্ষন চেষ্টার একটি মামলা দায়ের করেছে। ওইদিন দুপুরে মামলার আসামি রবিন সরদারকে (২৪) পুলিশ গ্রেপ্তার করেছে।
স্কুল ছাত্রীর মা জানান, তার ৪র্থ শ্রেনিতে পড়–য়া কণ্যাকে (১০) উজিরপুর উপজেলার খোলনা গ্রামের এসকান্দার আলী সরদারের ছেলে বখাটে রবিন সরদার (২৪) বিভিন্ন সময় উত্যক্ত ও যৌন হয়রানী করে আসছিল। গত ৭ আগষ্ট তারা কেউ বাড়িতে না থাকায় সকাল ১১ টায় রবিন সরদার ঘরে ঢুকে মেয়েকে জোরপূর্বক ধর্ষনের চেষ্টা চালায়। এ সময় মেয়ের ডাক চিৎকারে আশপাশের লোকজন এগিয়ে সে পালিয়ে যায়। ৯ আগষ্ট সোমবার সকাল ১০টায় বখাটে রবিন পুনরায় একই ভাবে বাড়িতে ঢুকে পুনরায় জোরপূর্বক ধর্ষনের চেষ্টা চালায়। মেয়ের ডাক চিৎকারে ওই দিনও বখাটে রবিন সরদার পালিয়ে যায়। বাদি এজাহারে উল্লেখ করেন, বখাটে রবিন সরদার গত প্রায় ৬ মাস ধরে মেয়েকে উত্যক্ত ও কু প্রস্তাব দিয়ে যৌন হয়রানী করে আসছিল। এতে মেয়ে রাজি না হওয়ায় তাকে একাধিকবার ধর্ষনের হুমকি দেন। পরে তাকে দুই দফায় জোরপূর্বক ধর্ষনের চেষ্টা চালায়। তিনি বলেন, নাবালিকা মেয়েকে জোপূর্বক ধর্ষণ চেষ্টার আমি উপযুক্ত বিচার চাই।
উজিরপুর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোঃ আলী আর্শাদ বলেন, শিশু স্কুল ছাত্রীকে ধর্ষনের চেষ্টার ঘটনায় শিশুর মা বাদি হয়ে বখাটে রবিন সরদারকে আসামি করে মঙ্গলবার সকালে একঠি ধর্ষন চেষ্টা মামলা দায়ের করেছে। পুলিশ দুপুরে সাড়ে ১২টায় অভিযান চালিয়ে মামলার এজাহারভূক্ত আসামি রবিন সরদারকে গ্রেপ্তার করেছে।


