গৌরনদী
গৌরনদীতে বঙ্গমাতা মাতা বেগম ফজিলাতুন নেছা মুজিব এর জন্মদিন উদযাপন
নিজস্ব প্রতিবেদক, বরিশালের গৌরনদীতে বঙ্গমাতা বেগম ফজিলাতুন নেছা মুজিব এর ৯২তম জন্মবার্ষিকী উদ্যাপন উপলক্ষে উপজেলা প্রশাসন ও উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তার কার্যালয় এর যৌথ উদ্যোগে রোববার সকালে উপজেলা পরিষদ সভাকক্ষে আলোচনা সভা ও সাত জন দুস্থ নারীর মাঝে সেলাই মেশিন বিতরণ করা হয়েছে ।
উপজেলা নির্বাহি অফিসার বিপিন চন্দ্র বিশ্বাসের সভাপতিত্বে প্রধান অতিথি ছিলেন উপজেলা পরিষদের চেয়ারম্যান সৈয়দা মনিরুন নাহার মেরি। বিশেষ অতিথি ছিলেন উপজেলা সহকারী কমিশনার ভূমি মোহাম্মদ আরিফুল ইসলাম প্রিন্স, উপজেলা মহিলা ভাইস চেয়ারম্যান জিনিয়া আফরোজ হেলেন, গৌরনদী মডেল থানার ওসি মোঃ আফজাল হোসেন, গৌরনদী উপজেলা প্রেসক্লাবের সাবেক সভাপতি মোঃ গিয়াস উদ্দিন মিয়া, উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা জাহানারা পারভীন, কৃষি অফিসার মোঃ মামুনুর রহমান, উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা আহসান হাবীব, উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা খান মোহাম্মদ মনিরুজ্জামান, নলচিড়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান গোলাম হাফিজ মৃধাসহ অন্যান্য কর্মকর্তাবৃন্দ।