Gournadi24.com
গৌরনদী ২৪ ডটকম | logo
ঢাকা, ৩০শে ডিসেম্বর, ২০২৫ খ্রিস্টাব্দ | ১৫ই পৌষ, ১৪৩২ বঙ্গাব্দ
    • প্রচ্ছদ
    • প্রধান সংবাদ
    • গৌরনদী
    • বরিশাল
    • সারাদেশ
    • খেলা
    • বিনোদন
    • সম্পাদকীয়
    • বাংলা কনভার্টার
    • ইমেজ অপ্টিমাইজেশন
    • প্রচ্ছদ
    • প্রধান সংবাদ
    • গৌরনদী
    • বরিশাল
    • সারাদেশ
    • খেলা
    • বিনোদন
    • সম্পাদকীয়
    • বাংলা কনভার্টার
    • ইমেজ অপ্টিমাইজেশন
    মেনু

    গৌরনদী

    উজিরপুরে বীর মুক্তিযোদ্ধাকে কুপিয়ে হত্যা, বাবার পথ ধরেই চলে গেলেন বড় ছেলে বিপ্লব

    | ১৯:৩৩, আগস্ট ০৭ ২০২১ মিনিট

    নিজস্ব প্রতিবেদক, বরিশালের উজিরপুর উপজেলার বামরাইল ইউনিয়নের আটিপাড়া গ্রামে প্রতিপক্ষ সন্ত্রাসীরা বামরাইল ইউনিয়ন আওয়ামীলীগের মুক্তিযোদ্ধা বিষয়ক সম্পাদক ও বীর মুক্তিযোদ্ধা মোঃ দেলোয়ার হোসেন তালুকদারকে (৭২) কুপিয়ে হত্যা করে। এ সময় তার তিন পুত্র ও পুত্র বধূকে কুপিয়ে গুরুতরভাবে জখম করা হয়। ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে ১০ দিন মৃত্যুর সঙ্গে পাঞ্জা লড়ে চিকিৎসাধীন অবস্থায় শনিবার দুপুরে মারা যান নিহত মুক্তিযোদ্ধা দেলোয়ার হোসেন তালুকদারের বড় ছেলে বিপ্লব তালুকদার (৪০)।

    এজাহার সূত্রে জানা গেছে, জমাজমি নিয়ে বরিশালের উজিরপুর উপজেলার বামলাইল ইউনিয়নের আটিপাড়া গ্রামের বীর মুক্তিযোদ্ধা ও বামরাইল ইউনিয়ন আওয়ামীলীগের মুক্তিযোদ্ধা বিষয়ক সম্পাদক মোঃ দেলোয়ার হোসেন তালুকদারের (৭২) সঙ্গে একই গ্রামের নুরুল ইসলাম (৪৫), মোঃ জলিল সেপাই (৫৫)র দীর্ঘদিন যাবত বিরোধ চলে আসছিল। ২৯ জুলাই সকালে নুরুল ইসলাম (৪৫), মোঃ জলিল সেপাইর নেতৃত্বে ২৫/৩০ জন সন্ত্রাসীরা মুক্তিযোদ্ধা দেলোয়ার হোসেন তালুকদার তার পুত্র বিপ্লব তালুকদার (৪০), মেঝ পুত্র সোহাগ তালুকদার (৩৭), ছোট পুত্র জুয়েল তালুকদার (৩৫) ও বড় পুত্রবধূ রোজিনা বেগম (২৮)কে ধারাল অস্ত্র দিয়ে উপর্যপুরি কুপিয়ে মারাত্মকভাবে জখম করে। আহতদের বরিশাল শের ই বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়ার পথে মুক্তিযোদ্ধা দেলোয়ার হোসেন তালুকদার মারা যান। আহত তিন পুত্র ও পুত্র বধূকে বরিশাল শের ই বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়। মুক্তিযোদ্ধা ও আওয়ামীলীগ নেতা দেলোয়ার হোসেন তালুকদার হত্যার ঘটনায় নিহতের মেঝ পুত্র মোঃ জুয়েল তালুকদার (৩৫) বাদি হয়ে ৩১ জুলাই ৩২ জনের নাম উল্লেখ ও অজ্ঞাতনামা ১২জনসহ ৪৪ জনকে আসামি করে একটি হত্যা মামলা দায়ের করেছে। পুলিশ ৫ জনকে গ্রেপ্তার করেছে।

    নিহত মুক্তিযোদ্ধা দেলোয়ার হোসেন তালুকদারের স্ত্রীর ছোট ভাই বেসরকারি বাসচালক মোঃ সিরাজুল ইসলাম (৪৮) বলেন, গত ২৯ জুলাই ভগ্নিপতির মৃত্যুর পর তিন ভাগ্নে ও এক ভাগ্নে বৌকে বরিশাল শের ই বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়। বড় ভাগ্নে বিপ্লব তালুকদার (৪০), ও তার স্ত্রী রোজিনা বেগমের (২৮) অবস্থার অবনতি ঘটলে উন্নত চিকিৎসার জন্য ৩০ জুলাই তাদের দুজনকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরন করে। ১০ দিন মৃত্যুর সাথে পাঞ্জা লড়ে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় শনিবার দুপুর পোনে ১টায় বড় ভাগ্নে বিপ্লব তালুকদার মারা যান। তার স্ত্রী রোজিনা বেগমের অবস্থাও ক্রমেই অবনতিশীল। নিহত মুক্তিযোদ্ধা দেলোয়ার হোসেন ছোট কন্যা বরিশাল ব্রেজমোহন (বিএম) কলেজের অনার্সের শেষ বর্ষের ছাত্রী স্বর্না আক্তার ক্ষোভ প্রকাশ করে বলেন, সন্ত্রাসীরা প্রকাশ্যে দিবালোকে বীর মুক্তিযোদ্ধা ও তার পরিবারের ৫টি সদস্যকে হত্যার উদ্দেশ্যে কুপিয়েছে। সন্ত্রাসীরা প্রতিহিংসা পরায়ন হয়ে আমার বড় ভাবির ডান স্তানটি কেটে নিয়ে গেছে। আমার বাবা ও বড় ভাই নিহত হয়েছে। বাকি দুই ভাই ও ভাবি হাসপাতালে মৃত্যুর সঙ্গে পাঞ্জা লড়ছে অথচ প্রশাসন নির্বিকার। আমি প্রধানমন্ত্রীর কাছে আমার বাবা ও ভাইর হত্যাকারীদের গ্রেপ্তার পূর্বক দৃষ্ঠান্তমূলক শাস্তির দাবি জনাচ্ছি।

    এদিকে শনিবার দুপুরে নিহত মুক্তিযোদ্ধা দেলোয়ার হোসেনের বড় ছেলে বিপ্লব তালুকদারের মৃত্যুর সংবাদ এলাকায় ছড়িয়ে বিক্ষুব্ধ হয়ে উঠে স্থানীয় মুক্তিযোদ্ধা ও স্বজনরা। তারা শনিবার দুপুর আড়াইটায় স্থানীয় আটিপাড়া বাজারে বিক্ষোভ মিছিল করেছে। বাংলাদেশ মুক্তিযোদ্ধা কল্যান ও পূর্নবাসন সোসাইটির কেন্দ্রীয় মহা-সচিব বীর মুক্তিযোদ্ধা মোঃ শাহজাহান সরদার হত্যাকান্ডোর তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়ে বলেন, ৭১‘র পরাজিত শত্রæ বিএনপি- জামাতের এজেন্টরা ক্ষোভ ও প্রতিহিংসা থেকে বীর মুক্তিযোদ্ধা একটি পরিবারকে নিশ্চিহ্ন করতে নৃশংসভাবে কুপিয়ে আমাদের সহযোদ্ধা ও তার পুত্রকে হত্যা করেছে। এখনো মৃত্যুর সাথে লড়ছে দুই পুত্র ও পুত্রবধূ। হত্যাকারীদের গ্রেপ্তারপূর্বক ফাঁসির চাই। ঘটনায় জড়িত প্রধান আসামিদের গ্রেপ্তার করতে না পারায় ক্ষোভ প্রকাশ করে তিনি আরো বলেন, অনতিবিলম্বে প্রধান আসামিদের গ্রেপ্তার না করা হলে লাগাতার দূর্বার আন্দোলনের কর্মসূচী ঘোষনা করা হবে। উজিরপুর উপজেলা মুক্তিযোদ্ধা সংসদের কমান্ডার ও বরিশাল ২ আসনের সাবেক সংসদ সদস্য আঃ ওয়াদুত সরদার বলেন, একটি মুক্তিযোদ্ধা ও আওয়ামীলীগ পরিবারকে চিরতরে ধ্বংশ করতে পরিকল্পিতভাবে হত্যাকান্ডের ঘটনা ঘটিয়েছে।
    নিহত মুক্তিযোদ্ধা দেলোয়ার হােসনের বড় পুত্র হাসপাতালে মারা যাওয়ার বিষয়টি নিশ্চিত করে উজিরপুর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোঃ আলী আর্শেদ বলেন, ইতোমধ্যে এজাহারভূক্ত ৫ আসামিকে গ্রেপ্তার করা হয়েছে। প্রধান আসামিদের গ্রেপ্তারে আধুনিক তথ্য-প্রযুক্তি ব্যবহার করে মাঠ পর্যায়ে একাধিক টিম কাজ করছে। খুব শীঘ্রই ঘটনারমূল হোতা ও প্রধান অসামিদের গ্রেপ্তার করা হবে।

     

    Post Views: ৪৮

    Share this:

    • Click to share on Facebook (Opens in new window) Facebook
    • Click to share on X (Opens in new window) X

    সংশ্লিষ্ট খবর

    • বরিশাল-১ আসনে পাঁচ প্রার্থীর মনোনয়নপত্র দাখিল
    • স্বতন্ত্র প্রার্থী হিসেবে মনোনয়নপত্র জমা দিলেন ইঞ্জিনিয়ার আব্দুস সোবাহান
    • ‎বরিশাল-১ আসনে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে  বিএনপি প্রার্থী জহির উদ্দিন স্বপন‘র মনোনয়নপত্র জমাদান
    • গৌরনদীতে ড্রাগিস্ট সমিতির মতবিনিময় সভা অনুষ্ঠিত
    • পোশাক শ্রমিক দীপু চন্দ্র দাসের হত্যা কারীদের বিচারের দাবীতে-গৌরনদীতে মানববন্ধন ও সমাবেশ
    • আধুনিক সভ্যতার প্রয়োজনীয় অঙ্গ হচ্ছে গণমাধ্যম …জহির উদ্দিন স্বপন
    • সংবাদপত্র কার্যালয়ে হামলার প্রতিবাদে গৌরনদীতে মানববন্ধন ও প্রতিবাদ সমাবেশ
    Top