গৌরনদী
আগেলঝাড়ায় যুবলীগের কর্মীর হামলায় নেতা আহত
নিজস্ব প্রতিবেদক, গৌরনদী২৪ ডটকম ঃ বরিশালের আগেলঝাড়ায় যুবলীগের হামলায় যুবলীগ নেতা আহত হয়ে হাসপাতালে ভর্তি হয়েছে। এসময় হামলাকারীরা নগদ টাকা ও মটরসাইকেল ছিনতাই করে নিয়ে যায়। থানায় লিখিত অভিযোগ দায়ের করা হয়েছে। আহত সূত্রে জানা গেছে, উপজেলার মোল¬াপাড়া গ্রামের ক্ষীরদ সমদ্দারের ছেলে ও ইউনিয়ন যুবলীগ নেতা প্রদীপ সমদ্দার একটি মামলার স্বাক্ষী হওয়ায় ও পূর্ব বিরোধের জের ধরে প্রতিপক্ষ যুবলীগ নেতা বরিয়ালী গ্রামের সান্টু সন্যামত ও মিরাজ সন্যামত গতকাল সাহেবের হাট নামক স্থানে বসে তার উপর হামলা চালিয়ে গুরুতর আহত করে। গুরুতর অবস্থায় তাকে হাসপাতালে ভর্তি করা হয়েছে। এসময় হামলা কারীরা প্রদীপের সাথে থাকা নগদ টাকা ও মটরসাইকেল ছিনতাই করে নিয়ে যায়। যুবলীগ নেতা প্রদীপ সমদ্দারের স্ত্রী পুস্প সমদ্দার বাদী হয়ে আগৈলঝাড়া থানায় লিখিত অভিযোগ দায়ের করেছে।