বরিশাল
গৌরনদীতে বীর মুক্তিযোদ্ধার মৃত্যু, বিভিন্ন মহলের শোক
নিজস্ব প্রতিবেদক, বরিশালের গৌরনদী উপজেলার নলচিড়া ইউনিয়নের পিঙ্গলাকাঠি বীর মুক্তিযোদ্ধা মোঃ কাজী শওকত হোসেন(৬০) হৃদ রোগে আক্রান্ত হয়ে বুধবার সকাল ৬টায় নিজ বাড়িতে ইন্তেকাল করেন (ইন্না লিল্লাহে……….রাজেউন)। তিনি স্ত্রী এক ছেলে এক মেয়ে, নাতি-নাতনিসহ অসংখ্য আত্মীয় স্বজন রেখে গেছেন। বুধবার বাদ জোহর মরহুমের নামাজে জানাজা শেষে রাষ্ট্রিয় মর্যদায় পারিবারকি গোরস্থানে দাফন করা হয়। রাষ্ট্রিয় মর্যদায় সালামী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন গৌরনদী উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) বিপিন চন্দ্র বিশ্বাস, উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মোঃ আরিফুল ইসলাম প্রিন্স, গৌরনদী মডেল থানার ওসি মোঃ আফজাল হোসেন। এ ছাড়া মরহুম বীর মুক্তিযোদ্ধা মোঃ কাজী শওকত হোসেন মিত্যুতে গভীর শোক প্রকাশ করে পরিবারের প্রতি সমবেদনা জানিয়েছেন নলচিড়া ইউনিয়নের চেয়ারম্যান গোলাম হাফিজ মৃধা, গৌরনদী বিআরডিবির সাবেক চেয়ারম্যান ও গৌরনদী পৌর নাগরিক কমিটির সভাপতি সিনিয়র সাংবাদিক জহুরুল ইসলাম জহির, নলচিড়া ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান মোঃ সেকেন্দার মৃধা, পৌর কাউন্সিলর ইষতিয়ার হোসেন, ৩নং নলচিড়া ইউনিয়ন পরিষদের সদস্য মোঃ ইসমাইল হীরা, বীর মুক্তিযোদ্ধা খান শামুছল হক, বীর মুক্তিযোদ্ধা আব্দুর রাজ্জাক চোকদার, গৌরনদী রিপোটার্স ইউনিটির সভাপতি ও দৈনিক আজকের পত্রিকার গৌরনদী প্রতিনিধি মোঃ খায়রুল ইসলামসহ বিভিন্ন রাজনৈতিক সামাজিক ও সাংস্কৃতিক সংগঠনের নেতৃবৃন্দ।