গৌরনদী
আগৈলঝাড়ায় নির্বিচারে গাছ কাটায় বিদ্যুৎ বিভাগের বিরুদ্ধে থানায় লিখিত অভিযোগ
নিজস্ব প্রতিবেদক, গৌরনদী২৪ ডটকম ঃ অপরিকল্পিত ভাবে বিদ্যুৎ লাইন নির্মানের ফলে বরিশালের আগৈলঝাড়ায় বিভিন্ন সড়কের বন বিভাগের লাগানে বিভিন্ন প্রজাতির হাজার হাজার গাছ নির্বিচারে কাটা হচ্ছে। এ ঘটনায় বন বিভাগ পল¬ী বিদ্যুৎ বিরুদ্ধে থানায় লিখিত অভিযোগ দায়ের করেছে। অভিযোগ সূত্রে জানাগেছে উপজেলার ৫টি ইউনিয়নের প্রতিটি বাড়িতে নিরবিচ্ছিন্ন বিদ্যুৎ সংযোগ পৌছে দিতে কাজ করছে আগৈলঝাড়া পল¬ীবিদ্যুৎ জোনাল অফিস। এ কারনে উপজেলার বিভিন্ন সড়কের বন বিভাগের লাগানে গাছের ভিতর দিয়ে বিদ্যুৎ লাইন নেওয়ায় গাছ কাটা হচ্ছে। লাইনগুলো পরিকল্পিত ভাবে করা হলে বন বিভাগের লাগানে কয়েক হাজার রক্ষা পেত। বৃহস্পতিবার দুপুরে উপজেলা বাইপাস সড়কে বন বিভাগের সিআরপিএআর প্রকল্পের আওতায় লাগানে বিভিন্ন প্রজাতির শত শত গাছ নির্বিচারে কেটে ফেলছে পল্ল¬ীবিদ্যুৎ অফিসের লোকজন। তাদের বাধা দিয়েও কোন কাজ হয়নি। একারনে উপজেলা বন বিভাগের কর্মকর্তা প্রদীপ চন্দ্র মন্ডল গতকাল শুক্রবার বরিশাল পল¬ী সমিতি-২, আগৈলঝাড়া জোনাল অফিস’র ডিজিএম মোঃ আব্দুল মালেককে বিবাদী করে গাছ কাটার অভিযোগে আগৈলঝাড়া থানায় লিখিত অভিযোগ দায়ের করেন। এজাহারে প্রায় ৫ লক্ষাধীক টাকার ক্ষতি সাধন হয়েছে বলে উলে¬খ করা হয়েছে। এছাড়া উপজেলার ৫টি ইউনিয়নের বিভিন্ন স্থানে বিদ্যুৎ লাইন দিতে গিয়ে নির্বিচারে গাছ কাটার অভিযোগ রয়েছে পল¬ীবিদ্যুৎ এর বিরুদ্ধে। এবিষয়ে বরিশাল পল¬ী বিদ্যুৎ সমিতি-২ এর জোনাল অফিসের এজিএম মধু সুধন রায় বলেন বিদ্যুৎ লাইন নিরাপদ রাখা ও জন নিরাপত্তার জন্যই গাছের ডাল পালা কাটা হচ্ছে।